নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

তুমি থাকবে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

তুমি থাকবে,
গড়াই কুমোরের ধারে নদীর বাঁকে বাঁকে,
যেমন করে পানকৌড়ি বুনো হাঁস থাকে।
নব যৌবনা উত্তাল নদীর পাড়ে,
যেমন করে তরঙ্গ আছড়ে পরে।

তুমি থাকবে,
ষোড়শিনীর পায়ের নূপূর হয়ে,
যেমন চলে ঝুন ঝুন শব্দ নিয়ে।
গায়ের মেঠো পথ ধরে,
বালিকারা চলে যেমন করে।

তুমি থাকবে,
ঐ আকাশের চাঁদ নয়ত সন্ধ্যা তারা হয়ে,
যেমন করে থাকে পৃথিবীকে আলো দিয়ে।
বেলে বেলে জোসনায় চাঁদনী রাতে,
যেমন কপোত-কপোতিরা থাকে এক সাথে।




মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতার কাব্যভাব সুন্দর, তবে কিছু অনাবশ্যক চন্দ্রবিন্দু পড়েছে, যেমন নঁদীর, জোঁসনায় শব্দগুলোতে।
আর কিছু ভুল বানানও রয়েছে, যা সম্পাদনা করে নিলে কবিতাতা ভালো লাগবে পড়তে।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। হুম বানানে বেশ কিছু গড়বড় হয়।
এখনি সংশোধন করে নিচ্ছি। শুভেচ্ছা নিরন্তর।

২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাতা < কবিতাটা পড়তে হবে।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫

শুভ্র বিকেল বলেছেন: কবিতাতা পড়তে হবে? এই বিষেয়ে কোন ধারনা।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

রাকু হাসান বলেছেন: ওয়াও চমৎকার উপমা এনেছেন । দারুণ লাগলো কবিতা । শেষ স্তবকে বেশি ভালোলাগা ।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

শুভ্র বিকেল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, আমার লেখাগুলো পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.