নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

সবুজ রংটা বুবুর লালটা বুঝি মায়ের!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪



কাগজ ঘেটে দেখি

ওমা এ কি ইতিহাস!!

শুধু রক্ত রক্ত

রক্তে একাকার চারিপাশ।

বায়ান্ন কিম্বা বাষট্টি

ছেষট্টি ঊনসত্তর একাত্তর

তাজা রক্তে জমাট

বেঁধে আছে পঁচাত্তর।



চোখ বেয়ে জল পড়ে,

কি হয়েছিল একাত্তরে?

কেন বাবা আলমারি খোলে না?

বললে বকাঝকা কেন করে?

আমি গভীর রাতে দেখেছি

বাবা ধুকরে কাঁদছে

মনে নেই কবে হাসছে!!



বাবার নিষেধে ধরিনি

তালা বদ্ধ আলমারিটা,

আজ জানতে হবে রহস্য

ভেঙ্গে দিলাম গ্লাসটা



আমি এ কি দেখছি!!

এইত মায়ের শাড়ি

রক্তে ভেজা,

এইত বোনের সেলোয়ার কামিজ

ভাজ করা!!

এইত বুবুর পায়ের নুপুর

এই বালাটা বুঝি মায়ের,

এই লাল শাড়িটা

কি বুবুর বিয়ের?



আমার বুবু কোথায়?

আমার মা কোথায়?

তাহলে কি কাগজের পাতায় পাতায়

আমার বুবুর রক্ত নাকি মায়ের?

তাহলে কি ঐ পতাকার

সবুজ রংটা বুবুর

লালটা বুঝি মায়ের?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.