নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

এখনো কি?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২





এখনো কি উড়ে

গাঁঙ চিল শালিকের ঝাঁক?

এখনো কি ছেলে মেয়েরা

উড়ায় ঘুরি খেলে কানা মাছি বৌচি?

এখনো কি কলসি কাকে,

নদীতে যায় বৌ, ঝি?



হিমেল হাওয়ায় ফুলের গন্ধে

এখনো কি মৌ মৌ করে?

মৌমাছিরা মধু আহরনে,

এ ফুলে ও ফুলে উড়ে?



শোন কি তুমি ভোরে

পাখির কলকাকলি শেয়ালের হাঁক?

নিঝ্ঝুম রাতে ঝিঁঝিঁ পোঁকার ডাক?

জ্যোঁস্না স্নাতে গিয়েছ?

বেঁলে বেঁলে জ্যোঁস্নায় দিঘীর জল,

কেমন করে টলমল?

খেয়েছ কখনো সাঁঝের বেলা

খেঁজুরের রস কিম্বা

খেঁজুর রসের ভিজা পিঠা?

আহ কি অমৃত স্বাধ!!



আচ্ছা তুমি কি দেখেছ তিমির রাতে

জোনাকি পোকার টিপ টিপ আলো?

শত সহস্র বছর ধরে

শত সহস্র ঝোনাকিরা

দিয়া যাচ্ছে এ আলো।



খেঁজুরের ছোবরা পুড়িয়ে শীতে আগুনের আমেজে

কত না হাসি ঠাট্টা করতাম সবে মিলে,

বড় কচুপাতা ফুটো করে, সেই আগুনের ছাই

কচুপাতায় তুলে রসিতে বেঁধে ঘুরাইতাম সবে মিলে।

পাড়ার ছেলে বেটা বৌ, বুড় বুড়ি আসিত দেখিতে,

চারিদিকে ছুটে ছুটে যেত আগুনের ফুলকি,

চারিদিকে প্রকম্পিত হত

হর্ষ ধ্বনি আর হাত তালিতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪০

শুভ্র বিকেল বলেছেন: সুমন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.