![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গঃ মায়ানমারের মুসলিম শিশুদেরকে...
কাঁদতে চাহি না তবু আসে জল,
বিশ্ব বিবেকের এ কোন ছল!!
মানুষ কখনো জন্ম নেয় না হিন্দু মুসলিম হয়ে,
জন্মের পর বিভক্ত করা হয় ভিন্ন নাম না দিয়ে।
তাই ওরা অপরাধী নাম হয়েছে মুসলিম,
তপ্ত আগুনে জ্যান্ত শিশু! এ কোন জালিম?
জন্মাপরাধে পাপি এ সব শিশু,
কখনো বলে নি খোদা কিম্বা যীশু।
তবু কেন আগুনের কুন্ডলীতে ওরা?
মানুষের মনুষত্ব কেন দেয় না নারা?
যে শিশু আগুনে! সে শিশু নাই তোমার ঘরে?
সে কি দেয় নি আলো! সুবাস ছড়ায় নি তোমার হৃদয় ভরে?
ঐ শত শিশুর আর্তনাদে! কাঁদিয়া উঠিল বিশ্ব ভূবন,
ভারি হল আকাশ বাতাস, করিল স্পন্দন!!
কাপিল না কাষ্ঠ অসার ঐ শকুনের হৃদয়!
তামাম মানব জাতির বিবেকের লয়!!
প্রতিদিন শুনি পাশ্চাত্যের মানবাধিকার! মানবাধিকার! মানবাধিকার!!
আফগানিস্থান পাকিস্থান লিবিয়া সিরিয়ায় পেল ওরা ধ্বংশাধিকার!!
জঙ্গির গুলিতে আহত মালালা পাবে নভেল পুরুষ্কার,
প্রতিদিন ইসরাইলের গুলিতে নিহত শিশু পায় নি কোন অধিকার!
তেলাধিকার ধ্বংশাধিকার মানবাধিকার বিবাকাধিকার,
ওদের পকেটে আছে সব অধিকার!
যখন যেটা তোমায় প্রয়োজন দেবে তোমায় পুরুস্কার!
©somewhere in net ltd.