নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

পলাশীর কুচক্রী।

১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৩







কেন আবার পলাশীর কুচক্রী ঘোষেটি বেগম!

বাংলার আকাশে কাশিম, মীর জাফর?

কেন বার বার শয়তানীর আবির্ভাব,

আবার কেন পলাশীর প্রান্তর?

শতের'শ সাতান্নর সূর্য

কেন আবার ডুবিতে বসিল?

কেন বার বার ঘুরে ফিরে

শয়তানের আবির্ভাব হল?

বলতে পার হে সূর্য সন্তানেরা

উত্তর দিতে পার?

কেন তোমার মায়ের সম্ভ্রাম

লুট হয় বার বার?

কেন পতাকায় আগুন কেন শহীদ মিনার

ভেঙ্গে হয় খান খান?

ঘোষেটি বেগম মা ছেলে কুচক্রী

যোগ হয় মীর জাফর,

কেন বাংলার আকাশে সেই কুচক্রী,

আবার কেন মীর জাফর?

যে পুন্য ভুমিতে মিশে আছে

আমার লক্ষ শহীদ ভাইয়ে রক্ত,

যে মাটি আমার লক্ষ কোটি

ভাইয়ের ভালবাসায় সিক্ত।

যে মাটিতে জন্ম সিরাজুদ্দৌলা,

ফজলুল হক, মুজিব, ভাসানী,

সেই মাটিতে কেন আবার

জন্ম নিল কুচক্রী শয়তানী?

কেন জালাও পোড়াও বোম্বিং

কেন তালেবানিস্থান পাকিস্থান?

কেন আজও কলুষিত হয়

আমার এ পবিত্র স্থান?

কেন কেন কেন হে সূর্য সন্তানেরা

কেন আমার মায়ের অসম্মান?

কেন কুচক্রীদের পদাঘাতে,

বারবার হতে হয় অপমান?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.