![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই চোরে আমি চোরা,
অভ্যাস ছিল চুরি করা।
কাকর নারকেল আম
ছাড় দেয় নি জাম।
গাছে উঠেছি রাত দুপুরে,
হাজার পোকার কামুড়ে।
চুনি বুড়ির আমড়া,
বাবুদের বইড়া,
মোল্লা বাড়ির আম,
হিন্দু বাড়ির জাম,
সব আছে আমার পেটে,
শুনে দেখ গ্রাম ঘেটে।
চুপি চুপি নিশি রাতে,
ফিরে সিনেমা দেখে,
যেতাম বাবুদের বাড়ি,
ফল পেড়ে তড়িঘড়ি,
দে ছুট দে দৌড়,
পরি মরি হুরমুর,
মাঠের মধ্যিখানে,
জড় হতাম বন্ধু জনে,
কিছু খেয়ে কিছু ফেলে,
যেতাম সবাই চলে।
পরদিন সকাল বেলা,
কানা গুসা কথা বলা,
কি হলো ভাই কি হলো,
বাবুদের বাড়ি চুরি হলো।
মিটমিটিয়ে হেসে কই,
চোর কই চোর কই?
নিজের বাড়ি পরের বাড়ি,
চুরি হয় সব বাড়ি,
চোর খুজে পাই না কেউ,
মিটমিটিয়ে হাসির ঢেউ,
বাসায় আমাদের পাহাড়ায়,
বাবুজি নিশ্চিন্তে ঘুমায়,
সকাল বেলা আবার চুরি!!
চোরের নেই জুড়ি।
চোখ রাঙিয়ে বাবুজি কয়,
আবারো কেন চুরি হয়।
কি বলি! কি করি!
শেষ রাতে ঘুমোয় পরি।
বাবুজির মাথায় হাত,
আমরা হাসি চুপি সাথ।
০৩/০৪/২০১৩ইং
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
শুভ্র বিকেল বলেছেন: ভাই অনেক ধন্যবাদ!
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
শুভ্র বিকেল বলেছেন: ভাই অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫
এম হুসাইন বলেছেন: সুন্দর! +++