![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো হৃদয় পটে, ভেসে উঠে,
সেই ভালবাসার দিনগুলি,
আদরে আদরে কত মাখা মাখি
মুখেতে ছিল শত ভালবাসার বুলি।
হৃদয় নিঙরানো সেই ভালবাসাটুকু,
কবে যে ঢেকে গেছে,
কালি মাখা মেঘে, বুঝি নি আজো,
জীবনের বাঁকে বাঁকে,স্রোতসিনী নদীর তরে,
ওগো হারিয়েছি তোমায়, তুমি কি তা বুঝো?
চৈত্রের দাহ, বুকেতে পুড়ি,
হায়! কেঁদে কেঁদে এখনো রাত জাগি,
নিশিত রজনীতে ঝিঁঝিঁর ডাকা ডাকি,
কান্নার লোনা পানি, করি মোরা ভাগা ভাগি।
ওরাও আমারি মত, গভীর রাতে কেদেঁ কেদেঁ
হায়! ডাকিছে তাহার প্রিয়জনে,
গাছের পাতার ঝুন ঝুন শব্দে,
সে করুন সুর,
ভাসিয়া চলিছে দূর গগণে।
শুভ্র বিকেলে, মিঠেল রোদে,
কত ভালবাসার কল্প কাহিনী!
কত সুধা, কত মমতায় ঘেরা
ভালবাসার ঊচ্ছ্বল জীবনী!
সেই ভালবাসা হারিয়ে, সূর্য নামার আগে,
নামিয়া আসিছে তিমির অন্ধকার,
কি যে এক শুন্যতা! বেদনা হায়!
বুকের মাঝে করিছে আহাকার!
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪
শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ ভাই আমার প্রতিটি পোস্টে আপনাকে পেয়ে বেশ ভাল লাগছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো হয়েছে
শুভেচ্ছা অনেক ।