নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহ করি

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

আয় তোরা সবে বিদ্রোহ করি,
সমাজের যত অনাচার-অত্যাচার
ভেঙ্গে দিয়ে নতুন জীবন গড়ি।
ফুলে ফলে সুরভিত জীবন
হবে মোদের গঠন,
থাকবে না আর উচু-নিচু কথার দ্বন্দ্ব,
হাসি খুশি মনে থাকবে গানে গানে ছন্দ।

আয় তোরা সবে বিদ্রোহ করি
মোরা সাম্যে জীবন গড়ি।
সমাজপতি মোড়লের শাসন ভার,
মোরা ভেঙ্গে করে দিব চুরমার।
হবে না মোদের জীবনের ক্ষয়.
জয় হবে আমাদের জয়।

আয় তোরা সবে বিদ্রোহ করি,
পুষ্প-পল্লবে এ জীবন ভরি।
পুজিপতি শাসকের ঐ রক্তচক্ষুর ডর,
আর থাকবে মোদের জীবন ভর।
এ জীবন করে দান, গড়ব এ সমাজ,
আজ পরব মোরা বিজয়ের তাজ।

আয় তোরা সবে বিদ্রোহ করি,
আকাশে বাতাসে আলোর স্ফুরন ছড়ি।
উড়বে আজি বিজয়ের নিশান
গলে গলা মিলিয়ে গাইব মোরা সাম্যের গান।
ঐযে শুনি বিজয় ধ্বনি,
আহা! কি মধুর বাণী, কি মধুর বাণী।

আয় তোরা সবে বিদ্রোহ করি,
আজিকে ভাসাব মোরা জীবন তরি।
সুখী-দুখী পাপী-তাপী আমরা সবে
একি সুরে গানে গানে মিলন হবে।
কাধেঁ কাধঁ রেখে এগিয়ে যাব হাতে হাত,
আজি বিজয়ের মিলন হবে এক সাথ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

খেলাঘর বলেছেন:

বিদ্রোহ তো করতে চাই, কোথায় শুরু করবো, কোনদিন?

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

শুভ্র বিকেল বলেছেন: আগে নিজের হৃদয় থেকে শুরু করি।।

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

কলমের কালি শেষ বলেছেন: :) :) :D :#>

০৪ ঠা নভেম্বর, ২০১৪ ভোর ৪:২২

শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা সতত।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

লেখোয়াড় বলেছেন:
সুন্দর।
++++++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.