নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

আমি ভাল আছি মা

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৫৩

আমি ভাল আছি মা
শৈশবের স্মৃতিগুলি বুকে নিয়ে
কেটে যাচ্ছে দিব্বি আমার দিন,
তোমার আদরে যতনে, বাবার শাসনে
এই তো কেটে গেলো কতটা দিন।
তোমার আঁচল ছেড়ে, রঙীন স্বপ্ন নিয়ে,
চলে এলাম যেদিন,
তিমির আধাঁরে, অতল পাথারে,
এ জীবন হারিয়ে গেল সেদিন।

আমি ভাল আছি মা,
কলেজ থেকে ফিরে, তোমার হাত ধরে,
ছোট্ট খোকার মত একমুটো ভাত,
তাতেই ছিল মাগো
আহ! কিযে এক অমৃত স্বাধ!
একটু আলো ভাজি কিংবা
কুমড়া ফুলের বড়া,
ভরে ছিল আমার এ জীবন
মাগো রঙিন স্বপ্নে গড়া।

আমি ভাল আছি মা,
আহকারে কাট ফাটা বুকে
শুকিয়ে যাওয়া লতাপাতা
কখনো দু ফোটা অশ্রু জলে
সামান্য একটু সজীবতা!
সমাজপতির দুঃসহ খড়্গ হস্থ
জগৎ জুড়ে আছে মস্ত,
মিছে দুষী শুধু আমার সমাজপতির,
স্বার্থটানে সব এক হস্থ।

আমি ভাল আছি মা,
তোমার আদর মাখা সেই স্মৃতিটুকু নিয়ে,
ছোটবেলা দিয়েছিলে ভালবাসায় বুক ভরে,
অমনিশা কালো মেঘে, বোশেখী ঝড়ে,
একটুও মলিন হয়নি, বুকে জড়িয়ে আছে থরে থরে।
আমি ভাল আছি মা তোমার স্মৃতিটুকু নিয়ে,
সাত সমুদ্র তের নদী পারে,
তোমার ছবিখানি বুকে নিয়ে
ঘুর্ণিপাকের ঘুড়ন্ত এই পৃথিবীর পরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.