![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঁয়ের সরলা ষোড়শিনীর ছবি খানি,
ধার দেবে ভাই?
অতি আদরে যতনে মনের কোঠায়
রেখে দিতাম তাই!
ঐ যে মেঠো পথ ধরে সবুজের গাঁয়
হাটছে নগ্ন পায়,
বড্ড সাদাসিদে, ঐ ছবি খানি
ধার দেবে ভাই?
আমার হৃদয় মন্দিরে বসিয়ে তাকে
পুজিতাম সকালে বিকেলে,
ভাসন্ত যাযাবর এই জীবনে
পুড়িতাম আমি সুখানলে।
দেবে ভাই সহজ সরলা যুবতীর
মিষ্টি হাসির ঐ ছবি খানি?
ঘাম ঘাম মুখে সরল তার চাহনি,
পায়ে তার নূপুরের ঝুন ঝুনি।
ঠোটে তে বাকা হাসি কানে তে দুল,
শ্যামল গায়ের নিকেশ কালো চুল,
তুমি দেবে ভাই ঐ ছবি খানী?
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৩:৪১
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: পল্লীকবিতায় ভালোলাগা রইল ভ্রাতা +
শুভেচ্ছা অনেক
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
বাংলার নেতা বলেছেন: ভাল হইছে...........
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: কবিতায় মিষ্টি মেঠোসুর ভালো লেগেছে ।