![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা শুধু কথা নয়
কথা শক্তি, কথা অস্ত্র,
কথায় হানাহানি
যুদ্ধ সন্ত্রস্ত।
কাটাকাটি মারামারি
কথা হয় সন্ত্রাস,
গুলাগুলি বোমাবাজি,
কথা হয় নিত্য ত্রাস।
সুশীলের সু-বচন,
বিজ্ঞ কথামালা, মিষ্টি হাসি,
অন্তরে মলিন-ক্যু
ছড়ায় রাশি রাশি।
কথা প্রেম, কথা সুন্দর,
কথা হয় সজীব ভালবাসা,
সুমনে-সুজনে, চলনে-বলনে,
কথা হয় আসা-ভরসা।
সুখ-সুন্দর কথামালা
সুখী-সমৃদ্ধ জীবনগাঁথা
তিক্ত-কর্কশ কথামালা
দূর্বিসহ জীবন হয় বৃথা।
কথা হয় কথার কথা,
নির্ভেজাল অর্থহীন,
হাসি কৌতুক মাখামাখী
চলে বিরামহীন।
শত্রু-মিত্র-বন্ধু
কথাতেই হয়,
পাপ-পূণ্যী, আসা-আলো
জীবনগাঁথা রয়।
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
শুভ্র বিকেল বলেছেন: ঘাস ফুল ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে!
ভাই আমাদের দেশে গুনি ব্যক্তি আছে তার কদর নেই! আমরা মনে করি রাজনিতিবিদরা আমাদের নিয়ন্ত্রণ করে আসলে চলে আমাদের চিন্তা চেতনার উপর ভর করে! ওরা আমাদেরকে আমাদের থেকে ভাল চেনে তাই জানে কখন কি করতে হবে! আসলে আমাদের সচেতনার ঘাটতি ওরা কাজে লাগায়!
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৬:০১
ন্যালা-খ্যাপা বলেছেন: চেনা চেনা লাগে
শুভেচ্ছা কবি
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
শুভ্র বিকেল বলেছেন: ছবিতে চেনা ছবিতেই পরিচয় তাই ছবি চেন্জ করলাম! সংগ্রাম ভাই কেমন আছেন!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৫:৪৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: কথা দিয়ে কথামালা। চমৎকার আইডিয়াকে দারুণ করে কবিতায় উপস্থাপন করেছেন। সামান্য কথার ওপর নির্ভর করে কত কিছুই না হয়ে যেতে পারে। আমাদের দেশটাও কিন্তু কথার গুণে বেঁচে যেতে পারে। কিন্তু আফসোস কথা বলার মতো যেমন কোন যোগ্য বক্তা নাই, আবার শুনার মতোই মনোযোগী শ্রোতাও নাই। কবিতা ভালো হয়েছে সুমন। নিরন্তর শুভ কামনা রইলো।