![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা হয় মনে মনে, চোখে চোখে
ভাবের আদান-প্রদান,
কথা হয় কানে কানে মুখে মুখে
উদাত্ব আহবান!
কথা হয় গানে গানে, প্রানে প্রানে
মধুর ও তানে,
কোপত-কোপতিতে সন্ধ্যে পার্কে
মধুর আলাপনে!
যুদ্ধ-বিগ্রহ তান্ডবলিলা
এ বিশ্বে দেখেছ যত,
যুগে যুগে রক্ত পাহাড়
কথাতেই গড়েছে শত!
কথায় যুদ্ধ, কথায় শান্তি,
পূর্ণ আস্তা বিশ্বাস,
কথায় মহিমা মহান
গড়ে তলে স্বর্গ আবাস!
কথায় রাখাল ছেলের
সুমধুর বাঁশির সুর,
সহজ সরলা যুবতির
ঝুনঝুন পায়ের নূপুর!
নব বধুর মিষ্টি হাসি
কাঁকনের সুর,
মেঠো পথে মেঠো নারীর
গুন গুন গান সুমধুর!
০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:২৯
শুভ্র বিকেল বলেছেন: ঘাস ফুল ভাই, কবিতা একটায়, একটু বড় হওয়ায় দুবার পোস্ট দিলাম!
ঘুড়িতে যে এখন দেখি না?
অনেক অনেক ধন্যবাদ!
২| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৭
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
৩| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:২৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৩৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: এই সিরিজের প্রথমটার সাথে এটা শুধু কথামালায় পার্থক্য আছে কিন্তু মূল বক্তব্য মোটামুটি একই। এটাও ভালো লাগলো সুমন। শুভ কামনা অনিঃশেষ।