![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ হবে কঠিন কঠোর গদ্য
নারী হবে তার মসৃন কবিতা,
যত সব ভন্ডের দল
কে শিখিয়েছে এ কথা!
গদ্যের প্রতিটি শাঁখা,প্রতিটি পাতা
নারী বিনে কি পূর্ণতা হয়?
যত যুদ্ধ, রণ গান সুর,
পুরুষের পাশে নারী রয়!
পদ্যের পাতা ছিড়ি আজ
গদ্যের প্রতিটি পাতায় পাতায়
পূর্ণ চন্দ্র উঠিছে আজি
নারীর কঠোর হাতের ছোঁয়ায়!
নরম কমল যত পদ্য কবিতা
যত গান শুনেছ তুমি,
তাহায় আজি অঘোমো বানী,
রণ সংগীত রণ ভূমি!
তুমি দেখেছ যে নরম দুটি হাত
কমল তাহার ছোঁয়া,
তাহায় বজ্র কঠিন শক্তি
তাহায় আজ দন্ড লোহা!
যত বন্ধুর কঠিন পথ পাড়ি
চলিয়া আসিছে নারী,
কত ঝঞ্জাট, বিদগ্ধ পথ
কত বাতুলতা, শঠতার পথ মারি!
সকল বাঁধা পুচ্ছে ফেলিয়া,
উচ্চে উঠিয়াছে নারী,
দিগ্বিক আজি নারীর
জয়ো ধ্বনি করি!
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ ঘাসফুল ভাই! সব জায়গা আপনার অর্থপূর্ণ মন্তব্য পেয়ে ভাল লাগে!
২| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে ভাই।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
শুভ্র বিকেল বলেছেন: ভাল লাগা জেনে বেশ খুশি হলাম!
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: নারীকে ছোট করে দেখার দিন অনেক আগেই ফুরিয়ে গেছে কিন্তু তবুও আমরা তাদের কৃতিত্ব স্বীকার করতে চাই না। পুরুষতান্ত্রিক সমাজে তাই নারীরা এখনো অবহেলিত। কবিতা ভালো লাগলো সুমন।