![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত কি এসেছে ধরায়,
গাছে গাছে ফুটেছে কি ফুল?
নব পল্লবে ভরে গেছে কি দেশ,
এসেছে কি আমের মুকুল?
এখনো সন্ধে আবিরের রঙে,
হয় কি রাঙা পশ্চিম আকাশ?
শুনো কি কোকিলের ডাক,
ফুলের গন্ধে দক্ষিনা বাতাস?
সারি সারি উড়ে যায় কি
শুভ্র বলাকার দল?
বউ ঝিরা কি দল বেঁধে
আনতে যায় নদীর জল?
খেয়েছে কি তুমি
খেজুর রসের চিতই পিঠা?
ভাঁপা, ধুপি, কত রঙের পিঠা পুলি
আহ! কি স্বাধ! কি যে মিঠা!!
মৌমাছিরা মধু আহরনে
ঘুরছে বুঝি উড়ে উড়ে!
সকাল সন্ধে পাখীর কলতানে
এখনো কি মুখরিত করে?
ধানের শীষে ঢেউ খেলে যায় কি
দক্ষিনা পবন?
জমি নিরাতে নিরাতে ভাটিয়ালী গানে
কেপে উঠে কি গগন?
কৃষকের মধুর সে গানে
আকুল করে কি কৃষাণীর মন?
সুরের মূর্ছনায়, পাগল প্রায়,
ভরে উঠে মন, কি যে আকর্ষণ!!
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪
শুভ্র বিকেল বলেছেন: দেশ দেখি না কত বছর! আকুতি একটু জানবে এটাই স্বাভাবিক! দেশের মায়া মমতা প্রবাসে যারা বাস করি তাদের সবার মধ্যে আছে! অনেক অনেক ধন্যবাদ ঘাস ফুল ভাই!
২| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাললাগছে।
শুভকামনা রইলো।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১
শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নদী!
৩| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: কতদিন দেশে যাই না
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭
শুভ্র বিকেল বলেছেন: কত দিন যাই নি দেখে নি তোমার মুখ,
৪| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত এসে চলে যাওয়ার পথে । এখন চৈত্রের দাবদাহ চলছে ।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭
শুভ্র বিকেল বলেছেন: তা হলে কাল বৈশাখ আসছে! এবার বৈশাখ নিয়ে লিখতে হয়!
অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই!
৫| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৭
তুষার কাব্য বলেছেন: কত প্রশ্নের ছটফটানি ক্রমাগত ধেয়ে আসে ...
০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাব্য ভাই!
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার মতো আমার মনেও এমন সব প্রশ্ন জেগে উঠে মাঝে মাঝে। জন্মভূমিকে প্রচণ্ড মিস করছি। অনেক দিন হল যাওয়া হয় না। আপনিও মনে হয় খুব মিস করছেন। প্রশ্নগুলোতে সেই আকুতিটাই ধরা পড়েছে। শুভ কামনা রইলো লিটন।