![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজোপাড়াগাঁয়ের সেই মেয়েটি
ছিল বেজায় লাজুক,
বলত না কথা কারো সাথে
যেই বা আসুক।
পড়ায় সে বেজায় ভাল
ক্লাস দিত না ফাঁকি,
টিফিনেই সেরে নিত
যত লেখালেখি।
জানত না, কি সেনেটারী
বছর চৌদ্দর সেই মেয়েটি,
মাসিক কাপুর ধুয়ে রাখত টয়লেটে
আবার পড়ত সেটি।
সেদিন ক্লাসে যাবার সময়
মাসিক কাপড় পরছে তারাতারি,
সারের বকা শুনতে হবে
ক্লাসে হলে একটু দেরি।
জানত না সে এই কাপড়ে
হাজার জীবাণুতে ভরা,
কত শত রোগে
মানুষ যেতে পারে মারা।
কিসে যেন দিচ্ছে কামুড়
মাসিক কাপড়ের নিচে,
কারো কিছু বলছে না
করছে শুধু আগে পিছে।
হঠাৎ হুঁশ হারিয়ে
নিচে পড়ল গড়ে,
ডাক্তার কবিরাজ আসতে আসতে
সেই মেয়েটি গেল মরে।
অনেক খুঁজে পাওয়া গেল
দুইটা সাপের বাচ্চা,
তাতেই নিয়ে নিল
জীবন সে কাচ্চা।
প্রকৃতির এই নিয়মে
লজ্জা কি বা আছে বল,
সব লাজুকতা ছেড়ে
আখি ডর খোল।
০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মফিজ ভাই।
২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬
শুভ্র বিকেল বলেছেন: শুভেচ্ছা শতত। আপনাকে এখানে পেয়ে বেশ ভাল লাগছে।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো বলেছেন কবিতার ভাষায় কথাগুলো ।