![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে বলে ভাই জাত-বেজাত
ব্রাহ্মন শূদ্র উঁচু নিচু?
দুনিয়া জোড়া একটি জাত
মানুষ, আর নাহি কিছু।
কালা ধলা দেখিবে যাহা
উপরে তাহার,
একই রক্তে মাংসের গড়া
একই প্রান সবার।
মানুষে মানুষে ভেদাভেদ
ধর্ম তত্ত্ব গান যত,
জাত-বেজাত বিভেদ
মানুষই গড়েছে শত।
একই ক্ষুদা, একই প্রান,
একই সূর্য্য তাপ,
একই আলো বাতাসে মানুষ
মোরা একই জাত।
ভিন্ দেশ, ভিন্ জাতি,
সম্প্রদায় গড়েছ তুমি,
সব মিথ্যে বানোয়াট
একই সম্প্রদায় বিশ্ব ভূমি।
স্বাধ গন্ধ আহার নিদ্রায়
আছে কি কোন পার্থক্য?
যত জাত-পাত-ভেদ
মানুষই গড়েছে মতনৈক্য।
ভেদাভেদ ভুলি আজি
গড়ি মোরা ঐক্য,
জাত-বেজাতে মানুষে মানুষে
হোক প্রানে সখ্য।
১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো লাগলো
১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪
শুভ্র বিকেল বলেছেন: ভাল লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: জাত বেজাত সব মানুষের সৃষ্টি। ধন্যবাদ
১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫
শুভ্র বিকেল বলেছেন: হ্যা প্রামানিক ভাই ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১২
আলপিন তনু বলেছেন: ধর্মকর্ম /জাত বেজাত সবই আমাদেরই সৃষ্টি.... মানবতাই আসল ধর্ম...