নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

সাকা মুজাহীদ

১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪১

মুজাহীদ ডাকিয় কয়
কি হল ভাই সাকা,
কেহ নাই আজি
সব যে ফাঁকা ফাঁকা।
কত টাকা কত দেশে ছড়াইয়া
কিনিলাম লভিস্ট, বিজ্ঞজন,
হায়! হায়! কেউ কথা রাখিল না,
দিল না দুটো বিজ্ঞাপন।

সাকা কাঁদিয়া কয়
ভাইরে আমার মুজাহীদ,
মনে কি আছে, কত জন
ল্যংড়া খুড়া, কত হয়েছিল শহীদ?
রক্ত তাহার ডাকছে আজি
বলিসনে কথা আর,
বাঙ্গালী যদি ক্ষমা না করে
পরকালে পাবি না পার!
হাতে ধর পায়ে পড়
তারাতারি চেয়ে নে মাফ,
নইলে বিরাট বোঝা
হবে রে মোদের পাপ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৮

রাফা বলেছেন: ভালো হইছে কোবতে বা ছড়া।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাফা ভাই।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: ওরা ক্ষমার অযোগ্য

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

শুভ্র বিকেল বলেছেন: হুম আরণ্যক ভাই। ওদের ফাঁসিই একমাত্র পথ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

রুদ্র জাহেদ বলেছেন: ভালো বলেছেন+

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

শুভ্র বিকেল বলেছেন: জাহেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.