| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছ বুঝি,
চুপসে যাব চাপাতির ডরে,
পালিয়ে যাব ইঁদুরের গর্ত খুরে,
কলম ছেড়ে বহু দূরে, হারিয়ে যাব দেশান্তরে?
ভাবছ বুঝি,
নাক গুঁজে গুঁজে, চুপিচুপি চোরের মত করে,
চলব বুঝি নিজেকে আড়াল করে,
ভরকে গিয়ে, আপাদমস্তক নত করে, তোমার তরে?
হ্যা হ্যা হ্যা বড্ড হাসি পাই দেখে,
তোমার ঐ নাস্তিক ফোটা কপালে মেখে,
উচ্চে তুলে শীর, আমি যোদ্ধা, আমি বীর,
ভেঙ্গে দেব তোমার ঐ ভণ্ড শয়তানী পীর।
যত সব ভন্ড কোপট, নরপিচাশের দল
আজি খুলে দেব তোর ভন্ডামীর ছল।
দাড়ি টুপি রেখেই বুঝি বড় মৌলভী,
মুর্খ কূপমুন্ডুক, নাদান লোভী।
যারা ধর্ম ভীরু, সহজ ও সরল মনা
সেখানেই গাড়ছ তোমরা আস্তানা।
ধর্মকে নিয়ে করছ ব্যবসা, করছ রাজনীতি,
জঙ্গী সন্ত্রাস চাপাতী তোমার আদর্শ নীতি।
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
২|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
সুলতানা রহমান বলেছেন: লেখার ধরণ ভাল লাগলো। কিন্তু দাড়ি, টুপি ছাড়া মানুষ সন্ত্রাস লালন করতে পারে।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
শুভ্র বিকেল বলেছেন: নিশ্চিয় পারে এবং করছে। অনেক সময় সন্ত্রাসীরা লেবাস হিসেবে নেয়।
৩|
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবনা ফুটে উঠেছে লেখায় ধন্যবাদ ।