![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন কনে শীতে,
ঠুক ঠুক কাপে কুজো বুড়ি,
লাঠি ভর দিয়ে
এ বাড়ি সে বাড়ি করে ঘুরাঘুরি।
খড়ের আগুন জ্বেলে
চারিদিকে বসে গল্পে মশগুল,
ছেলে জোয়ান বুড়ো
নানান দেশের কিস্সা ভুলাভুল।
ছাই আগুনে ধান ছিটিয়ে
টুক টুক ফোঠে খই,
তাই নিয়ে ছেলে পুলে
করে কাড়াকাড়ী হৈ হৈ।
কুয়াশায় ঢাকা সারা গাঁও
শিশির ভেজা পথ ঘাট,
সকালে সোনালি আলোয়
চিকচিক করে সবুজ মাঠ।
লাঙ্গল জোয়াল নিয়ে
কৃষক ছোটে মাট পানে,
উৎফুল্ল কিষাণীর মন
নতুন ফসলের ঘ্রাণে।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য। শুভকামনা।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
সুলতানা রহমান বলেছেন: বাহ্!
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২০
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর ছন্দময়। তবে মাট <মাঠ হবে একটু ঠিক করে নিবেন।