![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ মাতারই দেশের তরে এইবার জোড়া ফাঁসি,
চৌচল্লিশ বছরের ক্রন্দন এবার বুক ফাটা হাসি।
দেশোদ্রোহী, দেশ মাতারই শত্রু ওরা,
ওদের হাত, লক্ষ ভাইয়ের রক্তে ভরা।
পাক সেনাদের ওরা ছিল পথ প্রদর্শক,
নিত্য খুন আর ধর্ষণের নির্দেশক।
রাজাকার, আল-বদর, আল-শামসের ছিল নেতা,
কত মা আর বোনের একসাথে ধর্ষণ দাতা।
ত্রিশ লক্ষ ভাই গেল আমার দু লক্ষ মা বোনের ইজ্জত,
কত ঘর পুড়ল, কত হল ল্যংড়া খুড়া, কে জানে অযুত নিযুত।
চির সবুজ গাঁয়ে রক্তে মাখা, আমার দেশের পতাকা,
পাক সেনাদের দোসর আজম, নিজামি, মুজাহিদ সাকা।
রক্ত পিপাসু, নারী পিপাসু, ঘৃণ্য দেশোদ্রোহী সব,
মেতেছিল সেদিন, এক বিভৎস্য আদিম উৎসব।
জোড়ায় জোড়ায় ফাঁসি আজি তার প্রতিদান,
কলংক মুছে আজকে আসবে পূর্ণ সম্মান।
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৭
নূরউন নবী সোনার বলেছেন: খুব ভাল হয়েছে।