![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বত্রিশ গুটির চৌষট্টি কোট
দুই জনে মিলে খেলে,
দাবার এই নান্দনিক খেলা
গাঁ গ্রামে দারুণ চলে।
মোগজে মোগজে চলে চাল
শতেক মানুষ দেখে,
দুই জনার এই দাবার যুদ্ধে
সবায় যেন ঘেমে মেখে।
তীক্ষ্ণ বুদ্ধির দারুণ খেলায়
যদি কর একটি ভুল,
অমনী সে খেলায় হেরে
দিতে হবে মাশুল।
এই খেলাতে বুদ্ধি বাড়ে বহুগুনে
তীক্ষ্ণ হয় চিন্তা শক্তি,
চালে চালে চলে চাতুরতা
নেই কোন কটুক্তি।
অবসরের নিত্য আমার সঙ্গী
দেয় যে হাসি খুশি,
তাই তো আমি দাবার চালে
অনেক ভালবাসি।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
শুভ্র বিকেল বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকুন।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
কল্লোল পথিক বলেছেন: তীক্ষ্ণ বুদ্ধির দারুণ খেলায়
যদি কর একটি ভুল,
অমনী সে খেলায় হেরে
দিতে হবে মাশুল।
ভাল লেগেছে।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০
শুভ্র বিকেল বলেছেন: কল্লোল ভাই অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
প্রামানিক বলেছেন: বত্রিশ গুটির খেলা। পুরানো দিনের কথা মনে করিয়ে দিলেন। খুব ভাল লাগল ছড়া। ধন্যবাদ
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২
শুভ্র বিকেল বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩১
তার আর পর নেই… বলেছেন: ভালোই লাগলো।