নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

এলিয়েন পরী

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দূর আকাশে, তারার দেশে,
করে তারা বসবাস,
সারা বেলা, করে খেলা,
নেই কোন অভিলাষ।

এলিয়েন পরী, করে জড়াজড়ি,
পরম ভালবাসায়,
দেয় আলো, অনেক ভাল,
শূন্যে বুক ভাসায়।

তারা বাস করে, বহু দূরে,
তের কোটি তারার ওপার,
নির্ঘুম রাত, প্রেমের সাথ,
নিরার্থক ছুটাছুটি তার।

চলে দিগ্বিক, আলোর ঝিকমিক,
সারাটা রাতভরে,
দিন যেন তার, তিমির আধাঁর,
লুকায় কোন কোঠরে।

আঁধার হলে, অবিরাম চলে,
আলোর ঝলকানীতে,
রাতের কাল, লাগে ভাল,
মিলন হয় এলিয়েন-পরীতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার থিম ভালো লাগে নি যদিও বহমানতা বেশ স্বতঃস্ফূর্ত।

২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২

শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ নিজের মনের কথা বলার জন্য। এখানে একটি ছড়া লেখার প্রচেষ্টা আর ছড়ায় ডিপ থিম সবসময় থাকে না।
শুভ কামনা।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৪

শুভ্র বিকেল বলেছেন: কল্লোল ভাই আপনার সুন্দর মন্তব্যে আমি আপ্লুত। শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.