নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

জারজ

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

বল তো দেখি,
শিশু কেন ম্যানহোল, ডোবায় পড়ে থাকে?
জ্যান্ত শিশু জারজ বলে ফেলে রাখে।
বল তো দেখি,
এই দুনিয়ায় জারজ বলে কারে?
অবৈধ জন্ম, জারজ বলে তারে।
বল তো দেখি,
জন্ম সুন্দর, অবৈধ কেন বলে?
বিয়ে ছাড়া জন্ম, অবৈধ হিসেবে চলে।
বল তো দেখি,
কবুল কেন জন্মের বৈধতার দেবে?
রুচিশীল সুন্দর সমাজ পাবে।

রুচিশীল সুন্দর সমাজে বুঝি,
নালা ডোবায় শিশু থাকে?
ক্রন্দনরত শিশু কুকুর মুখে করে
তুলে আনে তাকে?
দারুণ বলেছ রুচিশীল সমাজ
কি সম্মান তোমার!
কঁচি ফুল ছিড়ে ডোবায় ফেলে
জারজ বলেছ তার।
মানুষ মারিয়া নরপিশাচের দল
রুচিশীল সমাজ গড়ে,
জন্ম লগ্নে ডোবা খাদে ভাগাড়ে
মানব শিশু কাঁদিয়া মরে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

কল্লোল পথিক বলেছেন: কঁচি ফুল ছিড়ে ডোবায় ফেলে
জারজ বলেছ তার।
চমৎকার কবিতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

শুভ্র বিকেল বলেছেন: কল্লোল ভাই আপনার চমৎকার মন্তব্যে আমি চমৎকৃত। অনেক ভালবাসা জানবেন।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: মানুষ মারিয়া নরপিচাশের দল
রুচিশীল সমাজ গড়ে,
জন্ম লগ্নে ডোবা খাদে ভাগাড়ে
মানব শিশু কাঁদিয়া মরে।


বাস্তবতার উপর লেখা কবিতা ভাল লাগল। ধন্যবাদ

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

শুভ্র বিকেল বলেছেন: ভাল লাগছে জেনে আমারও অনেক ভাল লেগেছে। শুভেচ্ছা সারাক্ষন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.