![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন সকাল বেলা
কুকুর ছানা কাঁদছে ডরে,
হয় তো তার মা
শত্রুর আক্রমণে গিয়েছে মরে।
কত শত লোক
আসে যায় দেখেনি কেউ,
উঠেনি কারোর মনে
একটু খানি মানবতার ঢেউ।
বানর চলেছিল হাটি
লোকালয়ের ঐ পথ ধরে,
কুকুর ছানার কান্না শুনে
থামিল সে পথের ধারে।
এদিক ওদিক খোঁজে
হায়! তার মা কোথাও নাই,
কাঁদিয়া উঠিল মাতৃ-হৃদয়
বানরের কোঁলে হল তার ঠাঁই।
নিজের খাবারের আগে
কুকুর ছানার খাবার জোগায়,
নিজের জীবন বাজি রাখে
সেই ছানার জীবন রক্ষায়।
নিষ্ঠুর পৃথিবীতে মানবতা যখন
জোঁনাকীর আলো টিপ টিপ,
বানর দেখাল তখন
মহানুভাবতার উজ্জ্বল দীপ।
কুকুর বিড়াল কিম্বা
অনাথ শিশুর মুখে,
এক মুটো দাও
নিজের খাবার থেকে।
ক্ষুধাতুর প্রাণ হাসুক আজি
তামাম পৃথিবীময়,
হাসি রাঙে শোভিত হোক
আমার এ ধরা স্বর্গময়।
মানবতা জাগুক আজি
সকল প্রাণী কুলে,
জীবে দয়া আসুক
সকল ভেদাভেদ ভুলে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩
শুভ্র বিকেল বলেছেন: কামাল উদ্দিন ভাই, আপনাকে এখানে পেয়ে দারুণ ভাল লাগছে। শুভেচ্ছা জানবেন ভাই।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫
শুভ্র বিকেল বলেছেন: আজ দেখলাম হেনা ভাইয়ের লেখা চুরি নিয়ে ছড়াছড়ি।
প্রথম আলো ব্লগের মত আবারও আপনা একটা ছবি চুরি করব ভাবছি। কি বলেন?
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
বানরের কাছাকাছি প্রজাতি থেকেই মানুষ
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
শুভ্র বিকেল বলেছেন: এই জন্যই কি মানবতা দেখা যাচ্ছে? তবে অন্যান্য প্রাণিকুলের মধ্যেও মানবিক গুনগুলি লক্ষণীয়। ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা নিরন্তর।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আগে আমার ছবি যাতে চুরি না হয় তার জন্য ট্যাগ লাগাইতাম, এখন আর ট্যাগ লাগাইনা, যার ইচ্ছে নিয়ে নিতে পারে, সুতরাং নো চিন্তা
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
শুভ্র বিকেল বলেছেন: পরবর্তি পোস্টে গ্রামের একটা ছবি সাথে একটা মেয়ের ছবি দিয়েন দেখি একটা প্রেমের কবিতা লিখতে পারি কিনা।
ধন্যবাদ আবার আসার জন্য।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার লিখেছেন।
অনেক শুভ কামনা জানবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
শুভ্র বিকেল বলেছেন: কল্লোল ভাই অনেক অনেক ধন্যবাদ। ভালবাসা নিরন্তর।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
প্রামানিক বলেছেন: আমরা সবাই যদি এমনভাবে চিন্তা করতাম তাহলে পৃথিটা হতো স্বর্গরাজ্য
কামাল ভাইয়ের সাথে সহমত।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই সুন্দর মন্তব্যের জন্য। শুভ সকাল।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
বাকা পথ বাকা চোখ বলেছেন: ভাল খুব ভাল
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮
আজাদ মোল্লা বলেছেন: চমৎকার লিখেছেন ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
শুভ্র বিকেল বলেছেন: সুন্দর মন্তব্যে আমি অনুপ্রানীত।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
মেজদা বলেছেন: সবাইকে মানবিক হতে হবে। খুব সুন্দর কন্সেপ্ট। ধন্যবাদ
৩০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৫
শুভ্র বিকেল বলেছেন: মেজদা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এখানে পেয়ে সত্যি ভাল লাগছে।
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: মানবকূলের মাঝে সদা জাগ্রত থাকুক মানবতা।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাণা ভাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আমরা সবাই যদি এমনভাবে চিন্তা করতাম তাহলে পৃথিটা হতো স্বর্গরাজ্য