নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

শীতের পিঠা

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

শীতের পিঠা, ভারী মিঠা,
সকলে মিলে ভাই,
সন্ধ্যে বেলা, শেষে খেলা,
উনন পিঠে খাই।

তাল পিঠা ভাজা, কি যে মজা,
গরম কিম্বা বাসি,
মায়ে হাতে গড়া, সবচেয়ে সেরা
খেয়ে যেন মহাখুশি।

খেজুর রসে রসাল, মোদের মন ভরাল,
চিতই পিঠা ভিজা ,
শীতের সকাল বেলা, ঠাণ্ডায় দেয় দোলা,
সেই পিঠা ভারি মজা!

ধূপী কুলসী, পিঠার মুন্সী,
কাটাপানে কারুকাজ,
পাঁটি শাপটা, ছিতা পিঠা,
গ্রাম বাংলার সাজ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

বিজন রয় বলেছেন: কবিতা পড়ে তো পিঠার জন্য লোভ লাগল!
ছবি দিলে আরো ভাল হতো।

+++

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

শুভ্র বিকেল বলেছেন: নেট ঘেটে দিতে পারতাম!
অনেক ধন্যবাদ রয় ভাই।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

রাইসুল ইসলাম রাণা বলেছেন: পিঠা ছাড়াটি চমৎকার লাগলো। পিঠা গ্রাম বাংলার সাজ,একদম সঠিক।

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রানা ভাই। সুন্দর মন্তব্যে অনুপ্রানীত।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: শীতের পিঠা নিয়ে ছড়া ভারী মজা লাগলো !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১২

শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ কথা ভাই।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

মেজদা বলেছেন: শীতের দিনে শীতের পিঠা না খাইলে বছরটা মন্দা যাবে। সুন্দর উপস্থাপনা শীত ও পিঠা নিয়ে লেখাটি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৩

শুভ্র বিকেল বলেছেন: মেজদা অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

নীলকে রহমান রনি বলেছেন: সুন্দর হয়েছে।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

তাছনীম বিন আহসান বলেছেন: এইবার শীতটা খুব কষ্টে কাটতেছে । কোন পিঠাই খাওয়া হয় নাই ,,, আপনার লেখা খুব ভালো লাগলো।।।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.