![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের পথে পথে, থরথর কাপে,
পথ শিশু পথের ধারে,
কুয়াশায় ঢাকা সারা শহর
বাতাস বহে ঝির ঝিরে।
একটি মাত্র ছেড়া ফুটা জামা
পড়ে আছে তাই,
ঠকঠক কেপে মরে পথের পরে,
দেখার কেউ নাই।
একমুঠো খাবার জোটে নি
ক্ষুধায় মরে হায়!
শীতের কাপুনী, ক্ষুধার জ্বালা
জীবন বুঝি তার যায়।
সেদিন নিশ্চুপ বসে ছিল
সিঁড়ির এক কোণে,
বাড়ির মালিক, "দূর হ ভাগ"
বের করে দিল টেনে।
জন্ম পথে, চলন ও ঘুম
ঐ ইট পাথরের উপরে,
কে জানে ভাই ওরা
'ক' দিন আছে অনাহারে।
কালো গ্লাসে গাড়ির ভিতরে
সাহেবের চলাচল,
উঁচু তলার আইন উচুতে চলে
তাই শুন্য ফলাফল।
পায় নি তারা শীতের কাপড়,
একখানা রুটি,
দানের টাকায় গাড়ি হয়
দালান দু চারটি।
তাই তো ওরা মরছে শীতে
মরছে অনাহারে,
'দূর হ ভাগ' লাত্থি গুতা
পড়ছে ওদের উপরে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শুভ সন্ধ্যা।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
কল্লোল পথিক বলেছেন: কালো গ্লাসে গাড়ির ভিতরে
সাহেবের চলাচল,
উঁচু তলার আইন উচুতে চলে
তাই শুন্য ফলাফল।
চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২০
শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রানীত। শুভেচ্ছা জানবেন নিরন্তর।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৭
রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০০
রাবেয়া রাহীম বলেছেন: আপনার কবিতা খানি খুব ভাল লাগে , তাই আমিও একটা লেখার চেষ্টা করেছি , "ঝক ঝকে একটা সূর্য " । পড়ে দেখতে পারেন কেমন লিখলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৪
শুভ্র বিকেল বলেছেন: অবশ্যই এখনি দেখছি। অনুপ্রানীত হয়েছেন জেনে আমি স্বার্থক।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
প্রামানিক বলেছেন: কালো গ্লাসে গাড়ির ভিতরে
সাহেবের চলাচল,
উঁচু তলার আইন উচুতে চলে
তাই শুন্য ফলাফল।
মানবতার কবিতা। ভাল লাগল। ধন্যবাদ