নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

রাতের আঁধার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

আমি আঁধারে বসে দেখি, দিনের ঝলমলে আলো,
গ্রহ নক্ষত্রের খেলা, উল্কা, উল্কার মত ছুটে চলা পৃথিবী,
পৃথিবীর মানুষ।
আমি রাতের আঁধারে বসে বসে দেখি,
লাল পলাশের ঘ্রাণে সুভাসিত তোমরা,
কত কলি ছিড়ে পায়ের তলায় পৃষ্ঠ করছ!
কত সবুজ চত্ত্বর মাড়িয়ে চলেছ প্রতিদিন,
আমি তো হেসে কুঁটি কুঁটি।
তোমার পদ চারণায় শোন নি কান্নার আওয়াজ,
শোন নি রাতের ঝিঁঝিঁর ডাক।
দেখ নি রাতের আকাশ, চন্দ্র, নক্ষত্র, নিহারীকা।
দেখ নি রাতের নিকেশ কালো আঁধার।
আমি রাতের আঁধারে বসে, দেখেছি তোমায়, দেখেছি পৃথিবী।
দেখেছি নিয়নের আলো টিপটিপ।
আমি দেখেছি লাল পলাশ, কৃষ্ণচূরা,
আমি দেখেছি উল্কার গতি, গ্রহ নক্ষত্রের খেলা।
আমি দেখেছি সবুজ শ্যামল ছায়া।
তাই তো আমি রাতের আঁধার ভালবাসি,
ভালবাসি দূর গগন।
আমি শুনেছি সমুদ্রের গর্জন, কলকল করে বয়ে যাওয়া নদীর কলতান।
আমি দেখেছি আঁধার, দেখেছি আলো।
আমি দেখেছি সবুজ শ্যামল ছায়া, দেখেছি মরুভূমি, আগ্নেয়গিরি।
আমি দেখেছি কালো মেঘ, বৈশাখী ঝড়।
আমি আঁধারে বসে দেখেছি তোমায়।
তাই তো আমি রাতের আঁধার ভালবাসি,
নির্জনে বসে ভালবেসে যায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: প্রকৃতি প্রেম অসাধারণ! প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদেরই। ভালা লাগা রইলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার সুন্দর মন্তব্যে আমি অনুপ্রানীত।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০০

তার আর পর নেই… বলেছেন: সুন্দর! +

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

শুভ্র বিকেল বলেছেন: অশেষ ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন কবি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কল্লোল ভাই। শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন সবসময়।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। শুভ কামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.