নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

খ্যাঁক শিয়ালের বিয়ে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

রোদ উঠেছে, বৃষ্টি হয়েছে,
খ্যাঁক শিয়ালের বিয়ে,
বর এসেছে, বধু সেজেছে
পঙ্খিরাজে যাবে নিয়ে।

পশু পাখি, গায়ে রং মাখি,
আসছে সবে মিলে,
বাঘ মামা হেথা, সবার নেতা,
জড়ো হয়েছে দড়িবিলে।

আকাশ ফেড়ে, বৃষ্টি পড়ে,
রোদ উঠেছে হেসে,
শিয়াল মামা, বাঘ মামা
সবায় পড়ছে এসে।

গয়েশপুরে, কুমার নদের পাড়ে,
ধুমধামে চলছে বিয়ে,
ফুলেল সাজে, পঙ্খিরাজে,
নিয়ে যাবে আলুকদিয়ে।

পাখি সব, সাজ সাজ রব,
গানের তালে তালে,
ফেখম খুলে, ধরছে মেলে,
ময়ূরের নিত্য চলে।

সন্ধ্যে এলো নেমে, সবায় ঘেমে,
চলছে তাড়াহুড়া,
শিয়ালের হুক্কাহুয়া, ডাক দিয়া,
বলছে আগ বাড়া।

আঁধার রাতে, হবে যেতে,
বহু পথ পাড়ি,
সন্ধ্যা ধুপে, বর-বধু চেপে,
ছুটছে পঙ্খিরাজের গাড়ি।

বর এলো, বউ এলো,
এলো স্বজন তার,
বর-বধু মিলে, প্রেম দিলে,
হল নতুন সংসার।


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

কল্লোল পথিক বলেছেন: আঁধার রাতে, হবে যেতে,
বহু পথ পাড়ি,
সন্ধ্যা ধুপে, বর-বধু চেপে,
ছুটছে পঙ্খিরাজের গাড়ি।


বাহ!চমৎকার ছড়া।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫২

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কল্লোল ভাই। ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা জানবেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: শিয়েলে'র বিয়েতে এলুম।
+++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০১

শুভ্র বিকেল বলেছেন: নেমন্তন্নে যত্নে আত্মিতে পূর্ণতা থাকবে।
শুভকামনা প্রিয়, ভাল থাকুন সবসময়।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অন্য রকম একটা সরলতা পেলাম ছড়ায়। ভালো লাগলো খুব। :)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন সবসময় শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.