![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরাজয় নয়, নয়রে পরাজয়ের গ্লানি,
ইয়াই জয়ের প্রথম মর্ম বাণী।
প্রতিটি পরাজয় দিগুন করে জয়ে আকঙ্ক্ষা,
প্রতিটি ব্যার্থতা মোদের নতুন স্বপ্ন আঁকা।
ব্যার্থতায় খুঁজে পেয়েছিলে কিছু ভুল,
তাঁহাই হবে আজি যুদ্ধ জয়ের ফুল।
হবেই হবে আজি মোদের জয়,
নাহিরে নাহি তোর কোন ভয়।
সূর্য্য অস্তমিত যায় ফিরে আসে নতুন ভোর,
পাখির কলকাকলীতে ভেসে আসে নতুন সুর।
তিমির আধাঁর কেটে ফুটে উঠে আলোর বিচ্ছুরণ,
জেগে উঠে নতুন উদ্যম, শুরু হয় নতুন রণ।
ওরে তুই ব্যার্থ নস, হাঁকিছে জয়,
গ্লানি মোছ, কে বলে পরাজয়?
দেখেছ যত জয়, পরাজয় ছিল তার পিছে শক্তি,
ভুল শুধরে গড়েছে নিত্য জয়ের ভিত্তি।
যা ছিল ভুল, তাই হল আজি ফুল,
জয়ের নেশায় প্রাণ করিল আকুল।
তাই আজি নয় কোন গ্লানি,
প্রাণে গাঁথি যুদ্ধ জয়ের মর্ম বাণী।
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন সবসময়।
২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার কাব্য।
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন শুভকামনা জানবেন।
৩| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
+++++
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
রাইসুল ইসলাম রাণা বলেছেন: জেগে উঠানোর কাব্য ভালো লাগলো।