![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস আহমেদ লিটন
নটরাজ আজ বড় বিষাদে এসেছি কিছু প্রশ্ন নিয়ে,
আমি নিত্য দেখেছি তোমার নট-নটীর মঞ্চস্থ,
নিত্য চলেছে নাট্যমঞ্চ।
তুমিই এনেছ যারে, করেছ খুন তারে,
সে কি তোমার বে-খেয়ালীর বশে?
তুমি দিয়েছ সুখ, দিয়েছ শান্তি,
তুমিই হৃদয় ছিড়েছ, ছিড়েছ নাড়ী
করেছ রক্তাক্ত নাট্যমঞ্চ,
হে নটরাজ, এ কেমন তোমার হেয়ালী?
তুমিই দিয়েছ নাড়ি ছেড়া ধন,
তাঁহাই আবার ছিড়ে ফুড়ে খায়,
তুমিই দিলে গানের পাখি, সুমধুর সুর,
কাকের কর্কশ কেন দিলে?
কেন এই তোমার হেয়ালীপনা?
তুমি মধু যখন দিলে, গরল কেন দিলে?
সে বিষে কেন বিষাক্ত ধরনী?
হে নটরাজ, আজি জবাব দাও, দিতে হবে।
তোমার নাট্যমঞ্চে আজি রক্ত করেছে রক্তের খুন,
নিজের রক্তে নিজেই নাহিয়া ব্যাকুল।
হে নটরাজ, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও,
তোমার এই নাট্যমঞ্চ।
নিজের রক্ত নিজেই চাটাচাটি,
এই বিভৎস আর দেখতে চাই না।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ হাফিজ ভাই।
২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪
প্রামানিক বলেছেন: তুমিই দিয়েছ নাড়ি ছেড়া ধন,
তাঁহাই আবার ছিড়ে ফুড়ে খায়,
তুমিই দিলে গানের পাখি, সুমধুর সুর,
কাকের কর্কশ কেন দিলে?
দারুণ কথামালা। ধন্যবাদ
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই শুভ কামনা শতত।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬
কল্লোল আবেদীন বলেছেন: বাহ!চমৎকার।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০
শুভ্র বিকেল বলেছেন: দারুন মন্তব্য। শুভেচ্ছা জানবেন কল্লোল ভাই।
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: নটরাজের নটমঞ্চ আর ভাল্লাগে না!
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
শুভ্র বিকেল বলেছেন: হুম। নতুন মঞ্চ দরকার। ধন্যবাদ রাণা ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
হাফিজ বিন শামসী বলেছেন: "তোমার নাট্যমঞ্চে আজি রক্ত করেছে রক্তের খুন,
নিজের রক্তে নিজেই নাহিয়া ব্যাকুল।"
বড় কষ্ট এবং আক্ষেপের বাণী। সুন্দর লিখেছেন। ধন্যবাদ।