![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস আহমেদ লিটন
তোমাকে নিয়ে একটি কবিতা লিখব
গভীর প্রেমের কবিতা,
তোমাকে নিয়ে একটি ভালবাসার গল্প লিখব
গভীর ভালবাসার গল্প।
তোমাকে নিয়ে গান লিখব, স্বপ্ন বুনব
শুধু তোমাকে নিয়ে।
তোমাকে নিয়েই এই পৃথিবী সাজাব।
গভীর রাতে স্নিগ্ধ আলোয় সাজাব তোমাকে
মনের মাধুরী দিয়ে,
পৃথিবীর যত গান আছে বলব তোমায় কানে কানে।
তোমাকে নিয়ে সাজাব বাসর, মধুর মিলন,
নিয়ন আলোই চুমু দেব তোমার ঠোঁটে।
শুধু তোমাকে নিয়ে লিখব, আমার প্রেমের যত গান, যত কবিতা।
আমার স্বপ্ন সাজানো রঙীন পথে তুমিই হবে পথিক,
আমার যত্রতত্র ঘরে তুমিই হবে খেলার সাথী।
তোমাকে নিয়ে বাসর বুনব, স্বপ্ন রাঙাব, লিখব পৃথিবীর গান,
তোমাকে নিয়েই আমার পৃথিবী, প্রেমের স্বাধ।
সুখগুলি তাই আজ লিখে যাব,
লিখে যাব চরম প্রেমের কাহিনী।
তোমার আমার প্রেমের যত গান আজি লিখে যাব,
সোনালী রোদে, সোনালী দিনগুলি।
আজকে শুধু লিখব তোমাকে নিয়ে।
২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮
শুভ্র বিকেল বলেছেন: "হ" চিন্তা যখন করছি লিখুমই।
২| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩
ফরিদ আহমাদ বলেছেন: সাচ্চা প্রেমিক মনে হচ্ছে।
২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
শুভ্র বিকেল বলেছেন: হা হা হা
আমারও তাই মনে হয়।
৩| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২
কল্লোল আবেদীন বলেছেন:
চমৎকার কবিতা।
২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কল্লোল ভাই। শুভেচ্ছা জানবেন।
৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১১
মাহাবুবা মিম বলেছেন: কাকে নিয়ে এত ভালবাসা আর আবেগ,অনেক সুন্দর হয়েছে।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩
শুভ্র বিকেল বলেছেন: ভালবাসার মানুষকে নিয়েই তো আবেগ হওয়ার কথা। তাই না?
অনেক অনেক ধন্যবাদ।
৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল ! অতি উত্তম
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০
গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাল!
(আপনার লেখাগুলো ভাল হচ্ছে। লিখে যান।)