![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল সাঁঝে টুপ টুপ
অভিরাম বৃষ্টি ঝরে,
গুড় গুড় মেঘ ডেকে
টাপুর টুপুর পড়ে।
বাদলা দিনে মেঘের আড়ে
সূর্য্য লুকাই গিয়ে,
গুরু গর্জনে কালো মেঘে
বৃষ্টি আসে নিয়ে।
ক্ষণিক বাদে সূর্য্য হাসে
মিষ্টি মিষ্টি রোদে,
ময়ূরের ফেখম মেলে
নৃত্যের ছন্দে ছন্দে।
আলো আধাঁরের লুকোচুরি
চলে সারা বেলা,
খোকা খুকির বৃষ্টি রোদে
ছুটাছুটি নিত্য খেলা।
পুকুর জলে ডুব সাঁতারে
এপাড় ওপাড় চলে,
সারাটা দিন কাটে তাদের
এই কাঁদা জলে।
আষাঢ়ের বাদলা দিনে,
কদম ফুলের হাসি ফোটে,
সেই না ফুল কুড়াতে
সকল ছেলে মেয়ে জোটে।
সেই ফুলের পাপড়ী দিয়ে
খেলনা ডালী সাজে,
সারাটা দিন খেলায় কাটে
উৎফুল্ল হৃদয় মাঝে।
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
কল্লোল পথিক বলেছেন: আষাঢ়ের বাদলা দিনে,
কদম ফুলের হাসি ফোটে,
সেই না ফুল কুড়াতে
সকল ছেলে মেয়ে জোটে।
চমৎকার কবিতা।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল হয়েছে।