নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

হে শিক্ষক

২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৪১

উৎসর্গঃ শিক্ষক শ্যামল কান্তি ভক্ত,
অ আ ক খ থেকে আজি শিখেছি যত,
শিক্ষক আমার, সবই তোমার দান,
চোখের উজ্জ্বল জ্যোতি দিয়েছ তুমি
রেখেছ জাতীর মান সম্মান।
তোমার পায়ের ধুলায় রেখেছি মাথা,
আজি উঁচু করি মোর শির,
যুগে যুগে তোমাতেই জন্ম এ বিশ্বে
জ্ঞানী-গুণী মহা রণ বীর।
জগৎজোড়া যত খ্যাতি, যত জ্যোতি
হে শিক্ষক তোমারই দান,
আলোকছটা ছড়িয়ে রাঙিয়েছে পৃথিবী
আজি তোমার অবদান।
শত সহস্র বছর ধরে, প্রদীপ জ্বেলে,
মানুষেরে করেছ মানুষ,
আলোকিত ভূবন করেছ বিশ্বময়,
দিয়েছ জ্ঞান গড়িমা হুঁশ।
তোমার তরে আজি নত করি মস্তক,
হাজার সালাম নমস্কার,
যুগে যুগে জ্বলুক প্রদীপ শিখা বিশ্বময়
তোমাতেই আসুক মনুষত্বের অহঙ্কার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৭

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: শ্যামল কান্তি মরে গেছে!

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:২৬

শুভ্র বিকেল বলেছেন: তাই নাকি। শ্যামল কান্তিরা কখনো মরবে না।

২| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৫

কল্লোল পথিক বলেছেন: অ আ ক খ থেকে আজি শিখেছি যত,
শিক্ষক আমার, সবই তোমার দান,
চোখের উজ্জ্বল জ্যোতি দিয়েছ তুমি
রেখেছ জাতীর মান সম্মান।


চমৎকার কবিতা।
তবে প্যারা আকারে লিখলে আরও সুন্দর হতো।

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:২৮

শুভ্র বিকেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবসময় প্যারা করে পোস্ট দেয়া হয় না কিন্তু অধিকাংশ সময় প্যারা থাকে। শুভ কামনা প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.