নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

হলুদ সন্ধ্যা।

২০ শে জুন, ২০১৬ রাত ১০:২২

দেখেছিলাম সেদিন হলুদ সন্ধ্যা,
বসে ছিলে তুমি হলুদ গায়ে,
হলুদ শাড়ি, সবুজ সাদা পাড়ে,
আলতা রাঙা পায়ে।

দেখেছিলাম সেদিন নিয়নের আলোয়
তোমার হলুদ মাখা মুখখানী,
সেদিনও ছিল তোমায় মনোমুগ্ধকর
চিরচেনা সেই অপরূপ চাহনী।

হলুদ রঙে রাঙিয়েছিলে তুমি
কপোল ও কপাল,
রাঙিয়ে সুন্দর পৃথিবী
উড়িয়েছ জীবনের পাল।

জোড়া ঠোঁটের মিষ্টি হাসি
তখনো ছিল লেগে,
জীবনের জোড়া গানে
মিশেছিলে কি আবেগে!

রজনীগন্ধ্যা আর সূর্যমুখী মালায়
মৌ মৌ করছিল আসরখানী।
হলুদ সন্ধ্যায় পুবালী বাতাসে
কি সুখে মেতেছিল হৃদয়খানী!

প্রথম সেদিন বয়েছিল খুশির বন্যা,
আমার মনোপ্রাণ জুড়ে,
কি এক উচ্চল আবেগ ছিল
আমার হৃদয় ভরে!

বিথীকার বনে, পাখির গানে,
কি যে অমৃত সুধা!
খুশির জোয়াড়ে মেতেছিল সেদিন
আমার বসুধা।
সেদিন ছিল তোমার হলুদ সন্ধ্যা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৯

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর কবিতা।
কবিতায়++++++++++

২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:২৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়। শুভেচ্ছা জানবেন।

২| ২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৪০

দীপংকর চন্দ বলেছেন: মনছোঁয়া শব্দাবলী!!

ভালো লাগলো ভাই। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.