![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় খোকা আয় ফিরে,
তোর আপন ঘরে,
আঁচল পেতে দাড়িয়ে আছে
মা যে অশ্রুজল ভরে।
যদি দেখতিস তুই মায়া ভরা
তোর আদরের বোনটি,
এ বাড়ি ও বাড়ি খুঁজে ফেরে
কান্না ভরা মুখটি।
গোপনে গোপনে কেঁদে কেঁদে
কাটে দিন রাত ভরি,
বাবার চোখের সেই জল
পৃথিবীসম ভারী।
দেখতিস যদি তোর ভাইয়ের
করুণ সে হাহাকার,
শুকিয়ে যাওয়া মায়ের চোখের পাতা
পৃথিবী নির্বিকার।
তুই ছাড়া বিতৃষ্ণ মরুভূমি চারিদিক
পাহাড়সম শোক তাপ,
মায়ের চোখের এক ফুটা জল
আজীবন পূন্যির চেয়ে বেশি পাপ।
ফিরে আয় তোরা ভাই
আপন মায়ের কোলে,
যতই কর ইবাদত বন্দেগী
স্বর্গ তাহার পায়ের তলে।
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫
শুভ্র বিকেল বলেছেন: হুম ঠিক বলেছেন। অবশ্যই যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সবায় জঙ্গী নয়। তবে ফিরে আসুক সবায়। অনেক অনেক ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফিরে আসুক সেই কামনাই করছি
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩
শুভ্র বিকেল বলেছেন: হুম ফিরে আসুক। শুভকামনা প্রিয়।
৩| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
এ কে এম রেজাউল করিম বলেছেন:
ফিরে আয় তোরা ভাই
আপন মায়ের কোলে,
যতই কর ইবাদত বন্দেগী
স্বর্গ তাহার পায়ের তলে।
এ অনুরোধ আমার থেকেও রহিল।
তবে আমার মনে হারিয়ে যাওয়া বেশীর ভাগ তরুনরা শেষ বিদায় নিয়েছে,
অথবা সেই পথে আছে। যে ভাবে মগজ ধোলাই করা হয় সেখান থেকে ফিরে আসা সয়জ না।
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০
শুভ্র বিকেল বলেছেন: হুম রাইট। একবার মোগজ ধোলাই হলে ফেরা সহজ নয়। তবে আমাদের সচেতন থাকা উচিত নতুন কেউ যেন পা না বাড়ায়।
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৪| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১
কল্লোল পথিক বলেছেন:
ফিরে আসার আহবান আমরাও জানাচ্ছি ।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কল্লোল ভাই।
৫| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: ফিরে আয় তোরা ভাই
আপন মায়ের কোলে,
যতই কর ইবাদত বন্দেগী
স্বর্গ তাহার পায়ের তলে।
ফিরে আসার আহবান জানাচ্ছি............।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানবেন।
৬| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৮
নিচু তলাৱ উকিল বলেছেন: দারুণ প্রকাশ
২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫১
শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন সবসময়।
৭| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪
অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর লাগলো, লেখককে শুভেচ্ছা
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফিরে আসার আহবান জানাচ্ছি আমিও । কিন্তু তারা হয়তো জঙ্গী নাও হতে পারে.... কোন বিপদেও তো পড়ে থাকতে পারে
সুন্দর হয়েছে