![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---এস আহমেদ লিটন
সকাল সাজ, করি কাজ
আলসে আমি নয়,
কাজের ছেলে, সময় পেলে,
একটু বিশ্রাম হয়।
খুব ভোরে, নামাজ পড়ে
ছুটি আমি কাজে,
সারা বেলা, কাজের খেলা,
ফিরি সন্ধ্যে সাজে।
কাজই আলো, বাসি ভাল,
সদা থাকি ব্যাস্ত,
দামি সময়, অপব্যায় নয়,
কাজে করি ন্যাস্ত।
যে জন, সারাক্ষণ,
করে ঘুরাঘুরি,
অবহেলায়, দিন যায়,
শুন্য জীবন তৈরী।
দেখেছ যত, আলসে শত,
কাজে নেই মন,
কাজ নাই, আলসে তাই,
বলে সারাক্ষণ।
কাজ খুঁজি, করতে রাজি,
পাই কই বল,
এই দুনিয়ায়, কাজ নাই,
চলে যুক্তির ছল।
দেখিবে তার, অবহেলায় পাড়,
মৃত্যু সন্ধ্যিক্ষণে,
জীবনে খাতা, শুন্য পাতা,
গ্লানি ভরা মনে।
হায় হায়, এই দুনিয়ায়,
সবি আজি শুন্য,
জীবন শেষে, দীর্ঘ শ্বাসে
নিষ্ফল বেদনায় পূর্ণ।
২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়। ভাল থাকুন সবসময়।
২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলাগলো
২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০
শুভ্র বিকেল বলেছেন: পড় ও ভাল লাগার জন্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
৩| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার ছন্দময়।
২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১২
শুভ্র বিকেল বলেছেন: সবসময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কল্লোল ভাই।
৪| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালো
১২ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন কাজল ভাই।
৫| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাই,
পড়ে ভালো লাগলো।
১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৫
টাইম টিউনার বলেছেন: চমত্কার কবিতা । ভাল লাগশে ।