![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস আহমেদ লিটন
সেদিন জেগেছিল এক লৌহ মানব বঙ্গপিতা,
বজ্র কণ্ঠে এলো ঘোষণা তার "স্বাধীনতা"।
অসীম সাহসী বঙ্গবীর সেনা জেগেছিল নতুন সূর্য্যোদয়ে,
অকুন্ঠ চিত্তে জীবন উৎস্বর্গ করেছিল তারা বুক চেতিয়ে।
স্বার্থক জন্ম তোমার, স্বার্থক আমার বঙ্গভূমি,
স্বার্থক করেছ আমায় হে বঙ্গপিতা তুমি।
দরাজ কণ্ঠে সেদিন ঘোষিলে তুমি স্বাধীনতা,
দাউ দাউ করে জ্বলে উঠে, জেগে উঠে আমজনতা।
হে লৌহ মানব, তোমার লৌহ ভাষন আজও শুনি,
শিরা উপশিরা স্পন্দিত হয়, তোমার স্বপ্ন বুনি।
তোমার জন্ম হয়েছে বলে, লাল সবুজের জন্ম,
তোমার জন্ম হয়েছে বলে, সবুজ বাংলার জন্ম।
উদয়ের পথে, বন্ধুর পথে, কত শত জীবন হল বলিদান,
অকুণ্ঠ চিত্তে কত শত বীর বাঙ্গালীর আত্মদান।
স্বাধীনতা পেয়েছি মোরা রক্ত নদীর দাম,
প্রতিটি রক্তকোণায় ছিল বঙ্গবন্ধুর নাম।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭
শুভ্র বিকেল বলেছেন: কি হয়েছে ভাই? এত দুঃখভারাক্রান্ত কেন?
এটা সাময়িক। মেঘে যতই সূর্য্য ঢেকে থাক একসময় ঠিকই মেঘ ভেঙ্গে সূর্য্য উঠবে।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: অসাধারন। ধন্যবাদ
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা জানবেন।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬
মেহেদী রবিন বলেছেন: দুঃখ মন আমার না। ওইটা মুজিবের ভাষণের প্রথম উক্তি ছিল
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৬
শুভ্র বিকেল বলেছেন: উফফফ! কিভাবে যে ভুল করলাম বুঝতে পারছি না। আমি রিয়েলী সরি ভাই।
হ্যা বঙ্গবন্ধুর জীবনটাই দুঃখ কষ্টের মধ্যেই কাটছে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয়।
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৪
ফারহানা তাবাসসুম বলেছেন: চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে..
২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:০১
শুভ্র বিকেল বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
৫| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:০১
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২২
মেহেদী রবিন বলেছেন: "ভাই সব, বড় দুঃখভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি"-- জানি না ঐ মন কোনদিন শান্তি পেয়েছিল কি না !