![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস আহমেদ লিটন
তুমি আসবে বলে,
আমি সাজিয়েছি আমার পৃথিবী,
রঙে রঙে রাঙিয়েছি আমি আমাকে।
তুমি আসবে বলে,
আমি স্বপ্ন বুনেছি, এঁকেছি সবুজ পৃথিবী।
তুমি আসবে বলে,
আমি চাঁদ এঁকেছি, জোছনাকে ধার নিয়েছি।
তুমি আসবে বলে,
রাত জেগে জেগে কবিতা লিখেছি, প্রেমের কবিতা।
গল্প আর গানে ভরেছি আসর।
তুমি আসবে বলে,
দূর গগনে নক্ষত্র গুনে গুনে আজও বসে আছি।
তুমি আসবে বলে,
স্মৃতির ডায়রীখানা বারবার খুলে আকিবুকি করেছি,
রচেছি আমি আমার মত করে।
তুমি আসবে বলে,
কথামালা সাজিয়ে বসে আছি,
গাঁয়ের কথা, শহুরে কথা, ভদ্র কথা, প্রেমের কথা, ভালবাসা কথা,
শত কথা শতভাবে বলব বলে।
তুমি আসবে বলে,
নীলকে এনেছি, সবুজকে এনেছি, সাজিয়েছি আমি আমার ঘর,
দেখ! দেখ! জানালায় নীল পর্দা আর বিছানায় সবুজ চাদর।
তুমি আসবে বলে,
এক আকাশ ভালবাসবে বলে,
আজও পথ পানে চেয়ে বসে আছি।
তুমি আসবে বলে,
এক পৃথিবী ভালবাসবে বলে,
এই দূর দেশে বসে বসে, কল্প রাজ্যের গল্প বুনি, স্বপ্ন আঁকি, স্বপ্ন দেখি।
তুমি আসবে বলে,
এক পশলা ভালবাসার ডালী সাজিয়ে বসে আছি,
হাজার ফুলের মৌ মৌ গন্ধে ভেসে আসছে শুধু তোমার নাম।
তুমি আসবে বলে,
শোভিত হবে বলে,
বারান্দায়, ছাদে হাজার ফুলের পশরা বেঁধেছে,
তুমি আমি দুজনা বিকাল রোদে কিম্বা জোছনা রাতে
বসে বসে খুনসুটি করব বলে।
তুমি আসবে বলে,
নিয়ন বাতির টিপটিপ আলো আঁধারে, হব দুজন দুজনার বলে,
আজও নিষ্ফল বসে বসে দিন গুনি।
তুমি আসবে বলে,
এক সমুদ্র ভালবাসবে বলে,
তোমার প্রিয় ফুল সাজিয়ে রেখেছি,
প্রিয় রঙে রাঙিয়েছি আমার ঘর।
তুমি আসবে বলে,
তোমায় ছুয়ে দেখব বলে,
আমি আকাশ ছুয়েছি, আমি পৃথিবী দেখেছি, গড়েছি আমি আমায়।
তুমি আসবে বলে,
তোমার প্রিয় কাশফুল প্রতিদিন এনে পাহাড় জমিয়েছি,
ঘরের অনেকটা জায়গা জুড়ে শুধুই কাশফুল, না কাশফুল নয় সেইতো তুমি।
যে জড়িয়ে আছে আমায়, আমার পৃথিবী।
তুমি আসবে বলে,
কানেকানে ভালবাসি বলবে বলে,
প্রতিটি প্রহর, প্রতিটি ক্ষণ, প্রতিটি রজনী গুনে গুনে ভুলে আবার গুনি।
তুমি আসবে বলে,
তোমার রেশমী কাঁকনের ঝুনঝুন সুর শুনব বলে,
হৃদয়ের মাঝে স্পন্দিত হয়, থেকে থেকে তোমর নাম বলে।
তুমি আসবে বলে,
চাঁদের আলোয় দুজন স্নান করব বলে,
আজও বসে আছি তোমার অপেক্ষায়, গুনছি অপেক্ষার প্রহর, দিনমান ক্ষণ।
১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬
কানিজ রিনা বলেছেন: একটু রম্য, এত তেল মারলে না এসে পারবেই না।
বাদ রেখেছেন তুমি আসবে বলে তোমারই পছন্দের
রেষ্টুরেন্ট বুকিং দিয়ে রেখেছি, প্রত্যেকদিন বিরিয়ানী
দিয়ে যাবে বলে।
১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১৮
শুভ্র বিকেল বলেছেন: হুম সুন্দর বলেছেন। এড করে দেই, কি বলেন?
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৯
অরুনি মায়া অনু বলেছেন: তার জন্য এত এত আয়োজন। তবে নিশ্চয় আসবে সে।
১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২০
শুভ্র বিকেল বলেছেন: তবু যে আসে না।
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে ++
১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২০
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
ফারহানা তাবাসসুম বলেছেন: বাহ চমৎকার লিখেছেন।