নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

একটি কালো মেয়ে চাই

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

---এস আহমেদ লিটন

একটি কালো মেয়ে চাই, নিকেশ কালো,
যে সকাল বিকেল সব সময় কালোই থাকে
রোদে পুড়ে হয় না'কো লাল, ভয়ার্তে ফ্যাকাশে নয়,
যে সর্বদা কালোই থাকে জীবনের বাঁকে বাঁকে।

ঘন্টায় ঘন্টায় প্রতিটি ক্ষণে হয় না'কো পরিবর্তন,
যে মৃত্যুর আগেও হয় নাকো বেগুনী,
যিনি রোদে কালো, ছায়ায় কালো, ঘরে কালো,
বাইরে কালো, কালোই করেছে গুণী।

কালোই আমার প্রিয় রং যে ময়লা, ধুলি কণা,
নিমেষেই হজম করতে জানে,
নিজেকে উজাড় করে মনিবের সৌন্দর্য্য ধরে রাখে,
নিজেকে খুঁজে ফেরে মনিবের প্রাণে।

তোমারা যারা খোঁজো, দুধে আলতা, টকটকে ফর্সা-
টুকা দিলেই রক্ত জমে, ফুলে হয় লাল,
নিমেষেই বদলে যায়, বদলে ফেলে নিজেকে,
একটুতেই হারিয়ে ফেলে তার তাল।

যে ঘর এমনিতেই নড়বড় করে
লাগে না তার সুনামী কিম্বা বৈশাখী ঝড়,
সন্ধ্যে বেলায় পূবের হাওয়ায়
কেঁপে কেঁপে উঠে এই যেন পড় পড়।

এমন একটি মেয়ে চাই, যিনি নির্ভিক, দূঃসাহসিনী
সুনামীতে মাথা উঁচু করে দাড়ায়,
নিকেশ কালো, কালি মাখা কালো, যাকে দেখে
বৈশাখী কালো মেঘ ভরকে যায়।

সূর্য্য উঠার আগেও কালো, তপ্ত দুপুরেও কালো,
সন্ধ্যার পরও যে থাকে কালো,
প্রকৃতি যাকে করেছে মহিয়সী, দিয়েছে সম্মান,
এমন একটি মেয়ে চাই, যে আমায় করবে আলো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

নাজমুল সাগর বলেছেন: অনেকগুলা অভিস্পপ্ত আলো থেকে,একটা সুন্দর কালোর হাজার গুন বেশি অনেক দাম

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই সুন্দর মন্তব্যের জন্য।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

রাকু হাসান বলেছেন: কবিতা দেখিয়েছেন প্রকৃতকে সৌন্দর্য কে । কেউ কালো হয়েও সুন্দর হতে পারে । যদিও শরীরের সুন্দর কে সুন্দর বলে আমরা ভুল করি । মন সুন্দর হওয়া চাই । ভালো লিখেছেন । শুভকামনা ।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, রাকু ভাই। শুভেচ্ছা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.