নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

আজকে তোমার জন্মদিন।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫২

এস আহমেদ লিটন

বহিছে চারিদিকে শুভ্র বাতাস
ফুলেরা ফুটেছে রঙীন,
সাজ সাজ রব, উৎসব জয়োগান,
বহিছে জল নিরবধি, নদীর কলতান।
আজকে তোমার জন্মদিন।

শান্ত শিশির মাখা সূর্য্যোদয়
আলোয় ভরা দিন,
হাসি গান আনন্দ মুখর চারিদিক,
থাকুক চোখের কোনে সুখের ঝিলিক।
আজকে তোমার জন্মদিন।

উঠে যাও আকাশপানে, উর্ধগগনে
পৃথিবীকে কর ঋণ
জয়ের ঝর্ণা ধারা থাকুক বহমান,
পূর্ণ হউক তোমার নিত্য জয়োগান।
আজকে তোমার জন্মদিন।

খুশির জোয়াড়ে বহিছে সুখের সুর
আবেগে ভরা বীণ,
হোক সন্ধ্যে আবীর রাঙা রঙীন জীবন,
ফুটুক ফুল, গোলাপ রাঙা এই শুভক্ষণ।
আজকে তোমার জন্মদিন।

আকাশপানে জ্বলছে ঝলমলে সন্ধ্যে তারা
পৃথিবীময় খুশির দিন,
জোছনায় ভরা ঝিকিমিকি পূর্ণ শশী,
আনন্দ হাসিতে ভরা এই মধ্যে নিশী।
আজকে তোমার জন্মদিন।

ঘরের কোণে কেটেছে তোমার বছর কুড়ি
বেরিয়ে এসো, বাজুক অগ্নিবীণ,
উদর পৃথিবী তরে পড়ুক তোমার পদধ্বনি,
সবায় মিলে গানে গানে করুক জয়োধ্বনি।
আজকে তোমার জন্মদিন।

গোলাপ ফুলের পাপড়ী ছিটিয়ে জানায় শুভেচ্ছা
আগামী হোক ফুলের মত রঙীন,
মনের কোণে গেঁথে রাখা মিষ্টি ভালবাসায় জানাই অভিনন্দন,
বছর ঘুরে বারেবারে আসুক তোমার এমন শুভক্ষণ।
আজকে তোমার জন্মদিন।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

প্রামানিক বলেছেন: গোলাপ ফুলের পাপড়ী ছিটিয়ে জানায় শুভেচ্ছা
আগামী হোক ফুলের মত রঙীন,


খুব ভালো লাগল। ধন্যবাদ

২৩ শে মে, ২০১৭ ভোর ৬:১৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: সুন্দর লেখা।
++++

২৩ শে মে, ২০১৭ ভোর ৬:১৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রয় ভাই।

৩| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮

ফারহানা তাবাসসুম বলেছেন: খুব ভালো লাগলো :-)

২৩ শে মে, ২০১৭ ভোর ৬:১৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.