নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

সেদিন বেশি দূরে নয়।

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সেই দিন বেশি দূরে নয়,
যখন নরপিচাশেরা খন্ড বিখন্ড করবে আমার বাঙলা,
শহীদ মিনার স্মৃতি সৌধ ভেঙ্গে গুড়িয়ে দেবে ওরা,
হবে না আর নগ্ন পায়ে প্রভাত ফেরি,
ফুলগুলো শুকিয়ে যাবে, শুন্য বেদি তৃষ্ণায় হাহাকার বাংলাময়।
সেই দিন বেশি দূরে নয়,
যখন থাকবে না অপরাজেয় বাংলা, মতিঝিলের বলাকা,
বিজয় ৭১, চেতনা ৭১, মোদের গরব, সাবাস বাংলাদেশ,
মুক্তিযাদ্ধের কোন জীবন্ত প্রতীক, ভাস্কর্য!
সেদিন বেশি দূরে নয়,
যখন থাকবে না জাতীয় স্মৃতি সৌধ, বুদ্ধিজীবি স্মৃতি সৌধ,
মুজিবনগর স্মৃতি সৌধ!
সব স্মৃতি ওরা মুছে দিতে চায় আমার বাংলা থেকে,
মুক্তিযুদ্ধের স্মৃতি, বিজয়ের চেতনা, বাংলার কৃষ্টি ওরা মুছে দিতে চায়।
হয়ত সেদিন আর বেশি দেরী নয়,
যখন শকুনেরা শকুন চোখে, খুঁটে খুঁটে ধ্বংস করবে এই আমার বাংলা মাকে।
আমাদের স্মৃতি, আমাদের অতীত, আমাদের ইতিহাস, জীবন্ত প্রতীক, ভাস্কর্য!
থাকবে না আর রাস্তার মোড়ে মোড়ে।
সেদিন ছেয়ে যাবে চিল শকুনে সারা বাংলা।
সেদিন বেশি দূরে নয়,
যখন শকুনেরা শকুনের মত হামলে পড়বে আমার দেশে,
খাবলে খাবলে খাবে আমার বাংলা মাকে।
সেদিন বেশি দূরে নয়,
যেদিন শকুনের প্রেতাত্মা মিশে যাবে বাংলার আকাশে বাতাসে,
নির্মল বাতাস নাগিন বিষে বিষাক্ত করবে ছোবলে ছোবলে।
শুদ্ধ, শুভ্র বিকেল হয়ত আর আসবে না,
হয়ত সেদিন গানের পাখি আর ডাকবে না,
পড়ন্ত বিকেলে উড়ে যাবে না এক ঝাঁক শুভ্র বলাকা।
সেদিন বেশি দূরে নয়,
যেদিন তিমির আধাঁরে ঢেকে যাবে আমার বাংলা,
যখন উদ্দিপ্ত তরুণ গোড়ামীতা, শঠতা, উচ্ছ্বৃংখলায় ভরা
জঙ্গীবাদে উদ্দীপ্ত।
সেদিন হয়ত আর বেশি দেরি নয়,
যখন আমারই গানের পাখী, মিষ্টি সুরের পাখী,
আমাকেই ঠোকরাবে এক নবীন বিষে, নতুন বেশে,
জানি না, কেন? আজও জানি না, কেন?
সে কি আমারই সচেতনতার অভাব? বোঝার অভাব নাকি শঠতা?
শুধু জানি, সে যে নবীন নাগিনী, তুলিয়াছে ফণা,
আমারই বুকে, আমারই বাংলা মায়ের বুকে, ছোবলে ছোবলে ক্ষত বিক্ষত করবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


আপনার পালিয়ে যাওয়ার দরকার, অথবা তাদের দলে চলে যান! বাংলা ঘুমন্ত ভালুক, জেগে উঠলে খবর হবে।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

শুভ্র বিকেল বলেছেন: আমিও তাই ভাবছি।

২| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই।

৩| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভয় নেই। বাংলার কোন ক্ষতি হতে দেবনা আমারা আত্নত্যাগী তরুণ প্রান। ভালো থাকবেন।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

শুভ্র বিকেল বলেছেন: জী একমাত্র তরুণেরাই আমাদের সোনালী অতীত ফিরিয়ে আনতে পারে। শুভকামনা ভাই মাইদুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.