![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ লিটন।
কত শত বন্ধুর পথ পেরিয়ে
আজিকের এই শুভক্ষণ,
আলো আঁধার চঞ্চলা পথ পেরিয়ে
আজিকের এই মহামিলন।
মলিন-মধুর জীবনের বাঁকে বাঁকে
শুভ হোক আগামীর পথ চলা,
পাখিরা ডাকুক আজি কোকিলের গানে
যুগল জীবন হোক মধুময় চঞ্চলা।
যেথায় তিমির আঁধার, উঁচু নিচু বন্ধুর,
ক্ষণিক পর সেথা আলো, মসৃন পথ,
নব যুগল, ফুলেল শুভেচ্ছা তোমাদের
থাকুক চিরদিন অটুট শপথ।
যেতে হবে তোমাদের এক সাথে
দিতে হবে মহাসমুদ্র পারি,
চারিদিকে থৈ থৈ জল আকূল পাথার
হাত যেন তার না ছাড়ি।
এই শুভক্ষণে অমলিন ভালবাসায়
ফুটুক আজি বসন্তের ফুল,
মধুময় হোক প্রতিটি ক্ষণ, শুভকামনা,
জীবন হোক তোমা স্বর্গ তুল।
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
২| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল লাগল
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য।
৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +
শুভ কামনা রইলো
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভাকামনা
৪| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকদিন পর লিখেছেন। ভাল লাগলো। ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪
শুভ্র বিকেল বলেছেন: জ্বী, অনেক অনেক ধন্যবাদ। কিছুটা ব্যাস্ততার জন্য নিয়মিত হতে পারছি না। শুভেচ্ছা জানবেন।
৫| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্যস্ততা দেয়না অবসর। প্রবাসেতো সময় নষ্ট করার সময় থাকেনা কারো। সুস্থ্য থাকুন।
১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১
শুভ্র বিকেল বলেছেন: জ্বী ঠিক বলেছেন। প্রবাস মানেই কিছুটা ব্যাস্ততা। সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে সাহিত্যর প্রয়োজন হয়ত কিছুটা হ্রাস পাচ্ছে তবে চেষ্টা করছি নিয়মিত হতে। আসা করছি, এখন থেকে নিয়মিত। দোয়া রাখবেন ভাই।
৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫
শুভ্র বিকেল বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন প্রামানিক ভাই।
৭| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০১
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন
শুভ কামনা কবি শুভ্র বিকেল
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৫৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আশিক ভাই। শুভেচ্ছা জানবেন।
৮| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
বিজন রয় বলেছেন: আজিকে, আজি ব্যবহার করেছেন কেন?
কবিতায় প্রত্যাশা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
শুভকামনা।