নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

আপন

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

এস আহমেদ লিটন

তোমার নামে তুমি একবার ডাকো না আমায়,
পূর্ণ কর মোর এ হৃদয় শত ভালবাসায়।
নিপুণ হাতে গড়ে হৃদয়ের গভীরে রেখেছিলে যে নামে,
সে নামেই ডাকো তুমি, যা কিনেছিলে হৃদয়ের দামে।
ফুলের পাপড়ীতে শোভিত যে নাম, মনের অন্তরালে অঙ্কিত,
আপন আপন করে ডাকো আমায়, তাতে কেন এত শঙ্কিত?
একবার আপন করে ডাকো আমায় আপন বলে,
পাহাড়ী জলে শত ফুল ফুটুক আজি শত দলে।
ভালবাসার ডালি ছড়াব তোমার নাম যপে যপে,
নিশ্চিন্তে আজি এ চিত্ত তোমার তরে দিব সপে।
ফুলেরা সাজুক বসন্ত সাজে, পাখিরা ডাকুক কোকিলের গানে,
জেগে উঠুক ভালবাসার অমৃত সুধা নিত্য নতুন প্রাণে।

তোমার সে প্রিয় নামে ডাকো আমায় হে প্রিয়া,
যে নামে তোমার ভালবাসায় কেঁপে উঠে মোর হিয়া।
আপন বলে আপন ভালবাসায় রাখো মোর জড়িয়ে,
আপন নামেই ডেকো মোর প্রিয়া আপন করিয়ে।
হে মোর ভালবাসা, বেঁধে রেখো মোর ছোট্ট নামটি দিয়ে,
সাঁনাইয়ের সুর বাজুক আজি মোর আপন করে নিয়ে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ ছন্দের কবিতা। অভিনন্দন।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাইদুল ভাই, শুভেচ্ছা জানবেন।

২| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম। ভাল থাকবেন লেখক।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

শুভ্র বিকেল বলেছেন: আপনিও ভাল থাকুন সবসময়। সবসময় আপনাকে কাছে পেয়েও অনেক ভাল লাগছে।

৩| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: পথ চলা হোক বন্ধুত্বপূর্ণ। ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

শুভ্র বিকেল বলেছেন: তবে হোক তাই, বন্ধুত্ব হোক আরো হৃদাত্মাপূর্ণ। শুভকামনা।

৪| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর কবিতা ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৫| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

মৌমুমু বলেছেন: তোমার সে প্রিয় নামে ডাকো আমায় হে প্রিয়া,
যে নামে তোমার ভালবাসায় কেঁপে উঠে মোর হিয়া।

সত্যি, ভালোবাসার মানুষের কাছ থেকে তার দেয়া প্রিয় নামটা শুনলে এমনিই হয়! খুব ভাগ্যবান বা ভাগ্যবতী তারা যাদের পাশে তাদের ভালোবাসার মানুষটি আছে তাদের অন্তত একবার ডাকার জন্যেও।

খুব সুন্দর লিখেছেন। অনেক ভালোলাগা রইল কবিতায়।
শুভকামনা। ভালো থাকবেন।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

শুভ্র বিকেল বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে আমি অনুপ্রানীত। ভাল থাকুন সবসময়। অনেক অনেক ধন্যবাদ।

৬| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

শুভ্র বিকেল বলেছেন: আপনার ভাল লাগা আমাকে ধন্য করেছে। শুভেচ্ছা জানবেন প্রিয়।

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন +

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা।

৮| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ব্যক্ত ভালবাসার আকুতি ভাল লেগেছে।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

শুভ্র বিকেল বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগছে। শুভকামনা।

৯| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: ছন্দ কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.