![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস আহমেদ লিটন,
একটি কবিতা লিখো, অব্যর্থ প্রেমের কবিতা,
সকালে বিকেলে রাতে, সারাদিনমান, শুধু ভালবাসার কবিতা,
যেথায়,
তুমি আমি হাতে হাত ধরে, ছায়া ঘেরা কোন এক বসন্ত বিকেলে,
বসে বসে দু জনা কোকিলের গান শুনব আর
উষ্ণ আলিঙ্গনে, নরম ঠোঁটের নিবিড় ছোঁয়াই মিশে যাব প্রকৃতির সাথে।
একটি কবিতা লিখো, স্বার্থক প্রেমের কবিতা,
যেথায়,
সাগর পাড়ে ঘুরতে গিয়ে, দু জনা কথার খুনসুটিতে,
আছড়ে পড়ব সাগর পানে, নীলের সাথে মিতালী করে।
উদ্যাম ঢেউয়ে ঢেউয়ে, দু জনা জড়ায়ে, চলে যাব গভীর জলে,
হয়ত আর ফিরিব না তীরে।
বেঁলে হাঁস পানকৌড়ির মত চুপি চুপি ডুবে ডুবে,
হয়ত হারিয়ে যাব চিরতরে, তোমার গোলে ধরে।
একটি কবিতা লিখো, গভীর প্রেমের কবিতা,
যেথায়,
গাঁয়ের মেটো পথে হাঁটব আর ঠুকাঠুকি করব দু জনা,
তোমার নগ্ন পায়ে রক্তজমাট বেঁধে গেলে,
কোঁলে তুলে নিয়ে, অতি কষ্ঠে, নাহ কষ্টে নয়,
অতি আদর করে, ফিরব বাড়ির বাটে,
আর তুমি, অতি দুষ্টু মেয়ের মত খিলখিলিয়ে হেসে,
পরম আহ্লাদে, চরম স্বাদে ধরবে গলা এঁটে।
একটি কবিতা লিখ, চির অমলিন ভালবাসার কবিতা,
যেথায়,
আমার নিশ্চুপ ঘরে, নিরালায় এসে,
চুপিচুপি তোমার ঠোঁটের আলপনা এঁকে দিবে আমার ঠোঁটে।
তোমার নরম হাতে আলতো ছোঁয়ায়, কি যে শিহরিত অনুভূতি,
কি যে এক ভালবাসার পূর্ণতায় ভরে উঠবে মন।
কম্পিত হবে হৃদয়ের গভীরে, বেঁজে উঠবে এক নতুন সুর,
সে সুরে একাকার হব তোমার অস্তিত্বের মাঝে হারিয়ে।
একটি কবিতা লিখো, দীর্ঘ প্রেমের কবিতা,
যেথায়,
শুধু তোমার আর আমার কথা লেখা,
সারা দিনমান শুধু পড়ব আর মনে মনে সুখানুভূতিতে ভিজে নেয়ে নিব,
যত পড়ব তত স্বাধ বাড়বে যেন মধু রসে ভরা,
প্রতিটি পরতে পরতে ভালবাসার কথামালা সাজানো,
চিত্রশিল্পীর মত, জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি কোণে,
নরম তুলির আলতো ছোঁয়া মিশিয়ে রাঙিয়ে দিও জীবনখানী, লিখে দিও তোমার কবিতায়।
এই শোন, যখন আকাশ ফেটে পানি ঝরে,
তখন যদি দুফোটা নিরেট ভালবাসার অশ্রু চিবুক বেয়ে পড়ে, পড়তে দিও, মুছে দিও না,
সে অশ্রু ফোটা কলকল করে, মাঠ-ঘাট পেরিয়ে,
নদীর বুক চিরে সাগরের মিলবে আর দুজনার প্রেমের প্রতিধ্বনি হবে সে জলে।
একটি কবিতা লিখো, মসৃণ প্রেমের কবিতা,
যেথায়,
জ্যোৎস্না রাতে, আবছা আলো আঁধারে, সবার চক্ষু অন্তরালে, মিলিব দুজনা,
তোমার ঠোঁট দুখানী যখন আমার ঠোঁট ছোঁয়াবে, যখন দুরুদুরু বুকে কম্পন জাগবে,
চন্দ্রমামা তখন হেসে হেসে তার আলোর রং ছড়াবে,
নাহ হয় সে নিশুতি রাতে, একগাছি বকুলের মালা বদল করে নিব, চন্দ্রমামাকে সাক্ষী রেখে,
তবু না কর না, জড়ায়ে রেখ আমায়, চুমুয় আর আলিঙ্গনে ভরে দিও,
নিঙরিয়ে দিও তোমার সবটুকু ভালবাসা।
সে খুনসুটি কালে, যদি কেউ দেখে ফেলে ফেলুক, ছাড়ব না সে আলিঙ্গন
তাতে বদলে যায় যাক ভারতবর্ষ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানবেন।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
সনেট কবি বলেছেন: সুন্দর
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
ইয়াকুব আহসান বলেছেন: অসাধারণ হয়েছে কবি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
শুভ্র বিকেল বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণীত, শুভেচ্ছা জানবেন প্রিয়।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
লাবণ্য ২ বলেছেন: অসাধারণ !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়, শুভ কামনা নিরন্তর।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: পাহাড়ের উপর থেকে যখন গিরিখাঁদে চোঁখবুলাই,
অস্হিরতায় পুরনো স্মৃতিতে আটকে - সজোড়ে ধাক্কা খাই,
ভাবি-এই হৃদয়ে এরচেয়েও বড় গর্ত ছিলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০
শুভ্র বিকেল বলেছেন: গর্তগুলো সমতল ভূমিতে পরিনত হোক, শুভকামনা প্রিয়।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ!! আপনার কবিতা লেখার হাত তো দারুণ +++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩০
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহিত করছে। শুভ কামনা জানবেন প্রিয়।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
আরোগ্য বলেছেন: romantic atmosphere arouses love.......
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রানীত হলাম।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ভালো লাগল।