![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ লিটন
আমার নবীর রওজা মোবারক
জান্নাতের ঐ ফুল বাগান,
আহা! কি সুগন্ধি খুশবু ছড়ায়
কি সুভাসে ভরছে এ জাহান!
বাতাসে ভেসে ভেসে আসছে
আহা! কি তার সুঘ্রাণ,
কি এক ভালবাসার মহিমায়
করেছে আকুল প্রাণ।
কে ভাই তুমি যাও গো
আমারও প্রিয় মদিনায়,
লও গো সালাম, পৌছে দিও
প্রিয় নবীর রওজায়।
যেথায় ঘুময় দ্বীন দুনিয়ার মলিক
আমার প্রিয় রাসুল,
সে যে দ্বীনের আলো, জন্নাতের
ফুল বাগানের ফুল।
হাত দুখানী তুলে করিও ফরিয়াদ
করিও ভাই মুনাজাত,
হাশরের মাঠে তাঁরে যেন পাই দেখা
যেন তাঁর সাথে পাই জান্নাত।
রওজার একখানি ছবি নিয়ে এসো
আমরণ ধারন করি বুকে,
হাসি মুখে মোর অন্তরে খোদাই করে
রাখিব বেঁধে চির সুখে।
হে মোর অন্তর্যামী, দয়াবান খোদা,
বিদায় বেলায় লও গো আমায়,
আমারও প্রিয় নবীর শানে
সোনার মদিনায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৯
শুভ্র বিকেল বলেছেন: হিমালয় জয় করতে গিয়ে প্রতিবছর অনেক মৃত্যু হয়, তো এখন কি করা?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৭
সনেট কবি বলেছেন: মহানবির রওজা মোবারক নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়, শুভ কামনা জানবেন সব সময়। ভাল থাকুন।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২
সূর্যালোক । বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়, শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন, সুন্দর থাকুন।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: নাতের প্রচেষ্টায় সাধুবাদ
আরো গহনে আরো কারুকার্যে মহতি হোক নাতে রাসুল সা :
কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন ভায়া
++++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
শুভ্র বিকেল বলেছেন: খুব বেশি লেখা হয় না, সবে শুরু, সময়ের সাথে গভীরতা ও কারুকার্যতা বাড়বে আসা করি।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০
আকিব হাসান জাভেদ বলেছেন:
সুন্দর কবিতা
করি আমি ফরিয়াদ
হে প্রভু আমায়
সুযোগ করে দিয়ো
যেনো করতে পারি
রওজা মোবারক ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি তো ক্লিয়ার করেন নি রওজা মোবারকে কি করতে পারেন, সম্ভবত জিয়ারত করার কথা বলছেন। শুভ কামনা ভাই।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়, শুভ কামনা সবসময়।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার পাতায় প্রথম এলাম। ভালো লিখেন আপনি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
শুভ্র বিকেল বলেছেন: স্বাগতম, নিয়মিত আসুন, আমিও যাব আশা করি। নিঁয়মিত হোক আমাদের আশা যাওয়া। শুভ কামনা। অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর হয়েছে।
এতদিন কি ব্যস্ত ছিলেন। ব্লগে আসা মনে হয় ভুলেই গেছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
শুভ্র বিকেল বলেছেন: সত্যি ভাই প্রায় ভুলেই গেছি, আর আসা হয় না। তবে আসার পরই আপনাকে মনে মনে খুঁজছিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই মনে রাখার জন্য।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়, শুভ কামনা সবসময়।
ভালো থাকবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৫
শুভ্র বিকেল বলেছেন: আপনিও ভাল থাকবেন সব সময়।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আরোগ্য বলেছেন: ভাগ্যবান তারা যারা নবীজীর রওজা মোবারক যিয়ারত করেছেন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৬
শুভ্র বিকেল বলেছেন: আমিন।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন সর্বদা।
১২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫
নজসু বলেছেন: সুর দিয়ে গাইলে কতনা সুমধুর লাগবে।
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
নজসু বলেছেন: ব্লগে আসছেন না অনেকদিন।
আশা করি ভালো আছেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
মদীনায় অনেক হাজীর মৃত্যু হয় প্রতি বছর।