![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ লিটন
গুনে ভরা বিশাল মন,
অসীম আকাশের মত উদার,
সসীমের ক্ষুদ্রতা পায়ে ঠেলে,
অসীমের মাঝে করেছো উজার।
মোদের ক্ষয়িষ্ণু এই পৃথিবীর
ক্ষয়ে গেছে মনুষ্যত্ব, মানবতা,
স্বার্থের নেশায় বিভোর
ভুলে গেছে সব উদারতা।
তবু একটি ফুল গন্ধ ছড়ায়,
বাতাসে ভেসে বেড়ায় সুভাস,
সে যে তোমারি
আগমনী গানের আগমনী পূর্বাভাস।
বাজুক তোমার মহান বাঁশি
সুরের মুর্ছায় কেপে উঠুক জগৎ,
নিষ্কলুষ হোক প্রেমের গান
জানুক সবে তাহাই মহৎ।
উদারতার মাঝে, মহানুভবতার মাঝে
যে নিরেট প্রেমের বাঁশি বাজে,
শত সংকুলে, সসীমের মাঝে,
স্বর্গ-সুখ তাহারেই সাজে।
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন ভাই।
২| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
হাবিব বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ............. অতি বাস্তব কথা
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাবিব ভাই। শুভ কামনা জানবেন।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, একটু দূরে ছিলাম তাই রিপ্লাই দিতে দেরি হলো। শুভ কামনা সবসময়।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্ষয়ে গেছে মনুষ্যত্ব, মানবতা,
স্বার্থের নেশায় বিভোর
ভুলে গেছে সব উদারতা।
....................................................... অতি বাস্তব কথা