নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার হয়ে বসে আছি.........

সুজন দেহলভী

আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- আমি- তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় পাড়ে লয়ে যাও আমায়.....

সুজন দেহলভী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি, আওয়ামী লীগ ও গনজাগরন মঞ্চ রক্তসংগ্রহ করছে। জামায়েত-শিবির আর হেফাজতে ইসলাম কোথায় গেল ?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

কখন আপনি আপনার পরিচিত জনের আসল রূপ চিনতে পারবেন ? যখন আপনি প্রতিকূল আবস্থায় পতিত হবেন। বিএনপি আর আওয়ামী লীগকে য্তই গালি দেই। সাভারের বহুতল ভবন ধসে পড়ার পর বিএনপি, আওয়ামী লীগ ও গনজাগরন মঞ্চ দূর্গতদের সাহায্যে রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে। কিন্তু দেশের স্মরনকালের ভয়াবহতম দূঘটনার পরে জামায়েত-শিবির আর হেফাজতে ইসলামের কোন কার্জকম নেই। কেন ? গার্মেন্টসে নারী-পুরুষ অবাধে চাকুরী করে বলে।

অথচ সাইদীকে চাঁদে দেখলে নির্বিচারে মানুষ মেরে ফেলে।



সবাই এদের চিনে রাখুন।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-১

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

দ্যা বান্দর বলেছেন: ভাই আমি ছাগু না। তবে এখন এসব আলোচনা বন্ধ রাখলেই ভাল হয়্। জাশির প্রতিষ্ঠান ইবনে সিনা ফ্রি সেবা দিচ্ছে। হেপাজতিরাও যতদূর জানি রক্ত দিচ্ছে
Click This Link

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

সুজন দেহলভী বলেছেন: মিথ্যা তথ্য।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

চিকন আলি বলেছেন: চরিত্র বদলান। কাম কাজ না থাকলে রক্ত দিয়া আছেন, আর সেটাও যদি না পারেন তাইলে ঘুমা গিয়া। X( X( X( X(

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

সুজন দেহলভী বলেছেন: ভাই গেছিলাম.....আমার গ্রুপটা প্রচুর আছে কালকে আসতে। শুভ রাত্রি।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

ShusthoChinta বলেছেন: তাই? খোঁজ খবর না নিয়ে এতোবড় একটা ডাহামিথ্যা প্রচার করতে একটুও বিবেকে বাঁধে না? সবকিছু নিয়ে রাজনীতি?
ওহে শাহবাগী কুত্তা এই লিংকটা ঘুরে আয়,তারপরে তোর সাথে কথা আছেঃ Click This Link

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

সুজন দেহলভী বলেছেন: পেজ নট ফাউন্ড।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

কাকতড়ুয়া007 বলেছেন: Vai ami onno Kono porichoye noy Akjon manush hisebe onno Akjon biponno manush Ke bachate Blood Diye Elam !!!

Ami mone kori Jara Doliyo ghoshona diye Blood dicche/ Collect korche , Tara 100% mon theke ei sob korchen Na !!

IBN Sina Medical e Free Treatment dewa hocche , Apnader BNP/LEAGUE/JAGORON MONCHO Blood Dewar Age Theke HEFAZOT Ghoshona day ! & Ami Nizer Chokhe IDB bhabon e tader Blood dite dekhechi !!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

সুজন দেহলভী বলেছেন: ইবনে সিনাহে কি সভারে ?

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

আলতামাশ বলেছেন: স তে সুজন
তুই মিথ্যুক, তুই মিথ্যুক

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

সুজন দেহলভী বলেছেন: মিথ্যা বলে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুক।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

এম এম হোসাইন বলেছেন: কিসের মধ্যে কি বলতেছেন ভাই? এখানে দেশের সবাই একসাথে কাজ করছে, রক্ত দিচ্ছে। রক্ত দেওয়ার সময় কি কপালে সিল মেরে আসবে না কি?

তারপরেও অন্ধদেরকে জানানোর জন্য বলছিঃ

হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 1000 ব্যগ রক্ত দেয়া হয়েছে। আরো অসংখ্য হেফাজত কর্মী রক্তদান লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে রক্ত দেয়ার উদ্দ্যেশ্যে.. বিশ্বাস না হলে দেখে আসেন! এনাম মেডিকেলের নম্বর: ০২- ৭৭৪৩৭৭৮, ০২-৭৭৪৩৭৮০, ০২-৭৭৪৩৭৮১
মোবাইল - ০১৭১৮৮৪৬১০৭
এছাড়া মুফতি আতিকুর রহমান সাভারের স্থানীয়। তিনিও সহযোগিতা করতে প্রস্তুত।মোবাইল নম্বর : 01724730768, 01948688089

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

মদন বলেছেন: Click This Link


আল্লামা শফীর শোক
সাভারে আহতদের জন্য হেফাজতের রক্তদান কর্মসূচি


সাভারে আটতলা ভবন ধসে আহতদের জন্য রক্তদান কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, সদস্যসচিব মাওলানা জুনাইদ আল-হাবীব, যুগ্ম সদস্যসচিব মাওলানা ফজলুল করিম কাসেমীর নেতৃত্বে কয়েক শ’ ছাত্র-শিক সাভার থানা রোড এনাম মেডিক্যাল সেন্টারে এই রক্তদান কর্মসূচিতে যোগ দিয়েছেন।

এদিকে সাভারে বহুতল ভবন ধসে পড়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমির বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। তিনি গতকাল এক শোকবার্তায় ভবনধসের ঘটনায় মহান আল্লাহর দরবারে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সরকারের প্রতি জরুরি ভিত্তিতে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের যথাযথ চিকিৎসায় সর্বাত্মক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে হেফাজত আমির বলেন, এই মানবিক বিপর্যয়ে জনসাধারণকেও সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসা জরুরি। বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী সতর্ক করে বলেন, যখন সমাজে অপরাধ প্রবণতা ও আল্লাহর নাফরমানি ব্যাপকভাবে বেড়ে যায়, তখন বান্দাকে সতর্ক করার জন্য কখনো কখনো ভূমিধস, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় ও দুর্ভিক্ষের মতো বিপদ নেমে আসে। এ ধরনের আকস্মিক বিপর্যয় ও বিপদাপদ থেকে বাঁচার জন্য দেশবাসীকে সব ধরনের গুনাহ থেকে তওবা তথা আত্মসংশোধনপূর্বক মা প্রার্থনা করে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে।


রাজনীতি করা ভালো, কিন্তু বিবেক কোনো দলের কাছে বন্ধক রেখে নয়্

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

সুজন দেহলভী বলেছেন: যে ছবিটা দিয়েছেন সেখানে হেফাজতে ইসলামের ব্যনার দেখলাম। এতো দ্রুত পোষ্টার ব্যনার পেলেন কোথায় ? আমি কিছ্ছু বুঝি নাই।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

সোহাগ সকাল বলেছেন: "হেফাজেতুল ইসলাম" নামটা সম্ভবত ভুল হয়েছে।

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২৪

সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

এ জাফর বলেছেন: পোষ্ট দেয়ার আগে একটু ভেবে চিন্তে দেয়া দরকার। সেই দুপুর থেকে দেখছি ইবনে সিনা ঘোষনা দিয়েছে তারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিবে এবং তখন থেকেই তারা রক্ত সংগ্রহে নেমে পড়েছে ও সাভারে একটি মেডিকেল টীম পাঠিয়েছে।আর ইসলামী ব্যাংক হাসপাতাল ও রক্ত সংগ্রহ করছে এবং নিরলস সেবা দিয়ে আসছে। উপরন্ত ইসলামী ব্যাংক নিজস্ব উদ্যোগে রক্ত সংগ্রহ চালিয়ে যাচ্ছে যেটা অন্য কোন ব্যাংক এ পর্যন্ত শুরু করেছে বলে আমার জানা নেই। আমি নিজে অফিস থেকে বের হয়ে রক্ত দিয়ে এসেছি। আর জামাত শিবিরের কথা বলছেন? আমার জানামতে গত ৩ বছর থেকে তাদের সকল অফিস পুলিশ তালাবদ্ব করে রেখেছে। এর পরে ও যারা শুধু বিরোধীতার জন্য বিরোধীতা করেন তাদের ব্যাপারে আমার কিছূ বলার নেই।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

আমি মোঃ চয়ন বলেছেন: জামাত শিবিবের পক্ষে কোন কথাবলার ইচ্ছা আমার নাই। শুধু আপনার পোস্টের বিরোধীতা করতেই কমেন্ট করলাম।

আজ যেখানে আওয়ামীলীগ,বিএনপি ও জামাত-শিবির নিজেদের ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে একত্রে উদ্ধার কাজ চালাচ্ছে, যেখানে বিএনপি হরতাল প্রত্যাহার করেছে। প্রধানমন্ত্রী এজন্য বিএনপিকে ধন্যবাদ দিয়েছেন। যেখানে প্রজন্মচত্বর শাহাবাগে, যুবলীগ পল্টনে দলীয় কার্যালয়ে, শিবির দিলকুশায় ইসলামীব্যাংকে রক্ত সংগ্রহ করছে শুধুমাত্র সাভারে আহতদের জন্য । যেখানে ইবনেসিনা হাসপাতাল ফ্রি চিকিৎসা দিচ্ছে । সবাই যেখানে এক হয়ে সাভারে ভবনধ্বসে আক্রান্তদের সাহায্য করছে, তখন আপনি মেতে উঠেছেন মিথ্যাচারের রাজনীতির নোংরা খেলায় ! X((X((

ঘৃনা হয় আপনাদের মত মানুষ দেখলে। X( থুঃ !

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

এম এম হোসাইন বলেছেন: রক্তদানে নিয়োজিত হাজার হাজার নেতাকর্মী, বিশেষ দোয়া অনুষ্ঠান : সাভারে আহতদের পাশে হেফাজতে ইসলাম, রক্তদানের বিশেষ উদ্যোগ

সাভারে ভবন ধসের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম। বিপদের সময় মানবিক দায়িত্ব হিসেবে আহতদের সুচিকিত্সার জন্য প্রয়োজনীয় রক্ত দিতে সাভারসহ বিভিন্ন মেডিকেল সেন্টারের রক্তদান কেন্দ্রে দ্রুত ছুটে যান বিভিন্ন মাদরাসার হাজার হাজার ছাত্র। দুর্ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। প্রয়োজনে লাখো ব্যাগ রক্ত দিতে তাদের নেতাকর্মীরা প্রস্তুত বলে ঘোষণা দেন তারা। নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠান করে সংগঠনটি। এছাড়া শোকাহত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং তদন্ত করে এ ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের শাস্তি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান হেফাজত নেতারা।
রক্তদানের বিশেষ উদ্যোগ : সংশ্লিষ্ট সূত্র মতে, সাভারে ভবন ধসের খবর শোনার পরপরই বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে পদক্ষেপ নেন হেফাজতে ইসলাম নেতারা। বিশেষ করে নারী শ্রমিকরা বিপদে পড়ায় সর্বোচ্চ উদ্যোগ নিয়ে রাজধানীর সব মাদরাসা ছাত্রদের রক্ত দেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী আহতদের সুচিকিত্সার জন্য যে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন সেই দাবি মেটাতে হেফাজতে ইসলামের উদ্যোগে সাভার-ঢাকাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশ নেন। সাভার এনাম মেডিকেলে হাফেজ হাবিবুর রহমানের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে রক্তদান কর্মসূচিতে অংশ নেন। তাছাড়া মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ঢাকা মেডিকেলে, মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে পঙ্গু হাসপাতালে, মাওলানা যোবায়ের আহমদের নেতৃত্বে আগারগাঁও সন্ধানী হাসপাতালে শত শত নেতাকর্মী আহতদের চিকিত্সার জন্য রক্ত দান করেন। সে সঙ্গে তাত্ক্ষণিকভাবে আয়োজিত বিভিন্ন রক্ত সংগ্রহ ক্যাম্পে গিয়েও হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং রাজধানীর অন্তত ৩০টি মাদরাসার ছাত্ররা এই মহান কাজে অংশগ্রহণ করেন। তারা সারাদেশের মানুষকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আহতদের জন্য যদি লাখো ব্যাগ রক্ত লাগে তা দিতে হেফাজত নেতারা প্রস্তুত আছে বলেও সংশ্লিষ্টরা জানান।
দোয়া মাহফিল : সাভারের মর্মান্তিক ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহত ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল করে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। বিকালে লালবাগ কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দেশের বিবেকবান প্রতিটি মানুষকে বিশেষত ইসলামপ্রিয় ও হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানান নেতারা। তারা বলেন, আপনারা যে যেভাবে পারেন এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান। তাদের রক্তের প্রয়োজন, খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, আপনারা নিজ নিজ উদ্যোগে তাদের সহযোগিতায় এগিয়ে আসুন। নেতারা এই ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে কর্মজীবী নারীর জীবন ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়েছে, তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজন জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে। তারা বলেন, আমাদের এই দাবির প্রতি তোয়াক্কা না করে সরকার ও কিছু নারীবাদী সংগঠন তাদের জীবন ও নিরাপত্তার কোনো ব্যবস্থা না করে বরং তাদের নিজেদের স্বার্থ উদ্ধারে ঢাল হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহারের অপতত্পরতা চালাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, হেফাজতে ইসলামের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টির হীন উদ্দেশ্যে আগামী ২৭ এপ্রিল ঢাকায় নারী সমাবেশ ঘটানোর পাঁয়তারা করছে সরকারি মদদপুষ্ট মহল। নেপথ্যে কলকাঠি নাড়ছে রাশেদ খান মেননের মত চিহ্নিত ইসলামবিরোধীরা। আমরা বলতে চাই, রাশেদ খান মেনন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ার পর ভিকারুননিসা ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে কোটি কোটি টাকার ভর্তিবাণিজ্য হয়েছে সে দুর্নীতির খবর গোয়েন্দা রিপোর্টের মাধ্যমেই প্রকাশিত হয়েছিল। এই দুর্নীতিবাজদের দ্বারা নারীদের জীবন, জীবিকা ও কর্মস্থলের নিরাপত্তা বিধান আশা করা অরণ্যে রোদন মাত্র। তারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই নারীদের রাজনৈতিক ঢাল হিসেবে রাস্তায় নামাতে চায়। আমরা কর্মজীবী নারীদের লক্ষ্য করে বলতে চাই, আপনারা কারও উসকানিতে বিভ্রান্ত না হয়ে আগামী ২৭ এপ্রিল ঢাকায় নারী সমাবেশে যোগদান না করে নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও মানুষকে রক্ষার জন্য নফল রোজা রেখে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। এ ধরনের কোনো গজব যেন আল্লাহ আমাদের ওপর না দেন, সেজন্য তার দরবারে দোয়া ও মোনাজাত করুন।
মাওলানা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মোনাজাত-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন মুফতি তৈয়্যেব, প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা নোমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল হাই ফারুকী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম।
হেফাজত নেতাদের ঘটনাস্থল পরিদর্শন : এদিকে সাভারের রানা প্লাজায় মর্মান্তিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মহানগর সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হাসানাত আমিনীসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল। এ সময় স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সাভার থানার আহ্বায়ক মাওলানা আবদুল মান্নান, হাফেজ হাবিবুর রহমান, মাওলানা আবু জাফর, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা তাফাজ্জল হকসহ কয়েকশ’ নেতাকর্মী। নেতারা ঘটনাস্থল ছাড়াও এনাম মেডিকেল ও বিভিন্ন ক্লিনিকে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন ও বিভিন্ন বাড়ি এবং প্রতিষ্ঠানে গিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই ঘটনা মর্মান্তিক ও দেশের ইতিহাসে একটি দুঃখজনক ঘটনা। আমরা দুর্গত এলাকায় ঘুরে মানুষের যে অসহায় অবস্থা প্রত্যক্ষ করেছি তা ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার আহ্বান জানাচ্ছি। আমরা সারাদেশের জনগণকে এই অসহায় লোকদের পাশে দাঁড়ানোর এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আমাদের দুঃসময়ে প্রমাণ দিতে হবে মানুষ মানুষের জন্য।


এইখানে দেখেনঃ

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

এম এম হোসাইন বলেছেন: হেফাজতে ইসলামের এই খবরটি প্রচারের কোন ইচ্ছা আমার ছিল না আর আমি তাদের লোকও নই। আপনার পোষ্টের জবাব দেওয়ার জন্যই এই খবরটা দিলাম।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

কাকতড়ুয়া007 বলেছেন: Apnar moto manusher Rokto Savar Er injured sromeek der Dorkar nai !!

Apnie bolechen Apnar Group Er Blood onek ache R Dorkar nei !
Ei Blood gulu kotha theke aslo ?

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

ShusthoChinta বলেছেন: কিরে শাহবাগী ছাগল কোথায় হান্দালি? নিজের পোষ্টে নিজেই গণধর্ষণের স্বীকার হইলি,লজ্জা করেনা?

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

মেহেদী হাসান '' বলেছেন: এই সংকটে যারা ক্যাচাল লাগায়, তারা পিউর দালালা।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

সুজন দেহলভী বলেছেন: দালাল শব্দটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য ?

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

কাকতড়ুয়া007 বলেছেন: IBN Sina Medical Team pathiyeche & Oder pray Sob Ambulance Savar e Pathiyeche !

Apni kollyanpur ese Dekhe jan patient ache kina !

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

শাহীন উল্লাহ বলেছেন: এইরকম একঘেয়ে মনোভাবের জন্যই দেশের আজ এই অবস্থা

আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিল্ডিং এর মালিক কে খুজে পাওয়া যাবে না, কারন তিনি হলো ম্যান হয়ে গেছে। এই নষ্ট রাজনিতি দেখতে দেখতে ঘৃনা ধরে গেছে।

পৃথিবীতে মনে হয় আমরা্ই সবথেকে নিকৃষ্ট জাতি!!!!!

আমাদের থেকে পশুরা ঢের ভালো, আমার এখন নিজেকে মানুষ ভাবতে ও লজ্বা হচ্ছে!!!!

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মদন বলেছেন: লেখক বলেছেন: যে ছবিটা দিয়েছেন সেখানে হেফাজতে ইসলামের ব্যনার দেখলাম। এতো দ্রুত পোষ্টার ব্যনার পেলেন কোথায় ? আমি কিছ্ছু বুঝি নাই।

লিংকের খবর দেখেন অথবা সাভারে গিয়ে দেখেন। প্রমান দেবার পরেও আবার প্রমান চান? কি হইলে চোখের রঙ্গীন চশমা খুলবেন?

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

আকাবাকা বলেছেন: সাভারে দূর্ঘটনায় পড়া ভাই-বোনদের আল্লহ হেফাজত করুন। আর মৃত মুমিন ও মুমিনাদের শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ্‌ না করুন এমন অনাকাংক্ষিত বিপদ আমাদের যে কারও জীবনে এসে পড়তেই পারে। বিপদে পড়লে আল্লহর নিকট দোয়া করার একটি উত্তম পন্থা হচ্ছে নিজের কোন নেক আমলের উসিলা করে আল্লহর নিকট সাহায্য চাওয়া, যেমনটির বর্ননা রয়েছে গুহাতে আটকে পড়া তিন জন ব্যাক্তির ঘটনা থেকে। তারা নিজ নিজ ভালো আমল এর উসিলা দিয়ে আল্লহর নিকট সাহায্য চেয়েছিলো এবং আল্লহ তাদের গুহায় আটকে পড়া বিপদ থেকে উদ্ধার করেছিলেন।

আর একটি উত্তম দোয়া হচ্ছে, "লা ইলাহা ইল্লা আন্তা সোব্‌হানাকা ইন্নি কুন্তু মিনাজ্‌ জোয়ালিমিন" অর্থঃ "কোন মাবুদ নেই আপনি ছাড়া। আপনি পূত ও পবিত্র, অবশ্য আমি আমার আত্নার উপর অত্যাচারকারী"।

আল্লাহ পরীক্ষার জন্য আমাদের জন্য যতটুকু বিপদ রেখেছেন এবং আজাবজনিত সকল বিপদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমীন।

২০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

আকাবাকা বলেছেন: ঢাকার কল্যাণপুরে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল সাভারে আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। রক্তদানে আগ্রহীরা 9007188, 9004317 ও 8013638 ফোন নম্বরে যোগাযোগ করুন।

যারা সাভারের কাছে আছেন, তারা এনাম মেডিকেল কলেজ হসপিটালে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে - 01681212777,027743779-82, 01716358146

এছাড়াও বিভিন্ন এলাকায় রক্ত সংগ্রহ করা হচ্ছে। এই ব্লাড ব্যাংকের নাম্বারগুলো ছড়িয়ে দিন। রেড ক্রিসেণ্ট ব্লাড সেণ্টার 9116563, সলিমুল্লাহ 7319123, সন্ধানি ডি ডি সি 8017146, 96651140 এবং সন্ধানি ডি এম সি এইচ 9668690.

যারা রক্ত দিতে পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন, রক্ত না দিতে পারলে পোস্টটি লাইক করুন অথবা শেয়ার করুন নিজের স্ট্যাটাসে, বিভিন্ন বাংলা পেইজে ও গ্রুপে, যেন অন্য কেউ এটি দেখে রক্ত দিতে এগিয়ে আসে।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

আহমেদ রিজভী বলেছেন: অন্ধদের কাছে কিছু বলার নাই ।

২২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমি মোঃ চয়ন বলেছেন: জামাত শিবিবের পক্ষে কোন কথাবলার ইচ্ছা আমার নাই। শুধু আপনার পোস্টের বিরোধীতা করতেই কমেন্ট করলাম।

আজ যেখানে আওয়ামীলীগ,বিএনপি ও জামাত-শিবির নিজেদের ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে একত্রে উদ্ধার কাজ চালাচ্ছে, যেখানে বিএনপি হরতাল প্রত্যাহার করেছে। প্রধানমন্ত্রী এজন্য বিএনপিকে ধন্যবাদ দিয়েছেন। যেখানে প্রজন্মচত্বর শাহাবাগে, যুবলীগ পল্টনে দলীয় কার্যালয়ে, শিবির দিলকুশায় ইসলামীব্যাংকে রক্ত সংগ্রহ করছে শুধুমাত্র সাভারে আহতদের জন্য । যেখানে ইবনেসিনা হাসপাতাল ফ্রি চিকিৎসা দিচ্ছে । সবাই যেখানে এক হয়ে সাভারে ভবনধ্বসে আক্রান্তদের সাহায্য করছে, তখন আপনি মেতে উঠেছেন মিথ্যাচারের রাজনীতির নোংরা খেলায় ! X(( X((

ঘৃনা হয় আপনাদের মত মানুষ দেখলে। X(( X(( X(( X(( X(( থুঃ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.