![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- আমি- তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় পাড়ে লয়ে যাও আমায়.....
ছাত্রজীবন অথবা বেকার জীবনের অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা ভালো বুঝতে পারবেন কম খরচে পাসপোর্ট সাইজের ছবি কতটা প্রয়োজনীয়। অনেকেই হয়তো জেনে থাকবেন, এডব ফটোশপে একসাথে ৮টা পাসপোর্ট সাইজের ছবি একটি ফোর আর (4R) সাইজের ছবিতে নেয়া যায়। কিন্তু অনেকেরই আমার মতো এডব ফটোশপে একাজটা করা সম্ভব নয়। তাদের জন্য রয়েছে দারুন কাজের একটি ওয়েব টুল। যেখানে শুধু পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি আপলোড করে, সাইজ এডজাষ্ট করুন। নির্ধারিত সময় অপেক্ষা করে ডাউনলোড করে নিন ৮টা পাসপোর্ট সাইজের ছবি একটি ফোর আর (4R) সাইজের ছবিতে। চাইলে ফোর আর (4R) সাইজের বদলে নির্ধারিত অন্য সাইজেও করা যায়।
ভীষন প্রয়োজনীয় সাইটে চাইলেই ঘুরে আসতে পারেন নিচের লিংকে ক্লিক করে।
http://www.idphoto4you.com/
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
সুজন দেহলভী বলেছেন: কি রকম ? জহিরুল ভাই একটু খুলে বলেন।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঐ সাইটে গেলেই বুঝবেন, বিভিন্ন দেশের ভিসা রিকোয়ারেমেন্ট অনুসারে ছবি রিসাইজ করে দেয়।
৩| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৮
wapu বলেছেন: এই অনলাইন পাসপোর্ট ফটো জেনারেটর খুব ভাল কাজ কর: https://supawork.ai/passport-photo-maker
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইন্ডিয়ার ভিসার জন্য এপ্লাই করতেও এই সাইট উপকারী...