নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার হয়ে বসে আছি.........

সুজন দেহলভী

আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- আমি- তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় পাড়ে লয়ে যাও আমায়.....

সুজন দেহলভী › বিস্তারিত পোস্টঃ

রহস্য ২০১৫

০৭ ই মে, ২০১৬ রাত ১১:১৯



"রহস্য" নামের এই ছবিটি হঠাৎ আমার দৃষ্টি গোচর হয় bollywoodmdb.com সাইটের ট্রেলর দেখে। যেহেতু বলিউডে জনপ্রিয়তার ঝড় তুলেনি স্বাভাবিক ভাবেই এটার নাম কারো কাছে শোনা হয়নি। সাধারনত বলিউডের ব্যবসায়িক ভাবে অসফল ছবিগুলোই আমার কাছে র্দুদান্ত ব্যতিক্রম লাগে। সবচেয়ে অবাক হলাম টরেন্ট সাইটে ছবিটির অস্তিত্ব না পেয়ে। পরে ইউটিউবে ছবিটি খুঁজে পেয়ে দেখার সৌভাগ্য হয়।

অভিনয় কুশলীদের কেউ গ্লমারস জগতের প্রতিষ্ঠিত না হবার কারনে ছবিটি ব্যবসায়িক ভাবে অসফল (৯.৭ মিলিয়ন রূপি) ও আলোচিত না হয়েও imdb রেটিং ৭.৭ কারন হচ্ছে ছবিটিতে ছিলেন কে কে মেনন, অশ্বীন কালসেকরা, তিসকা চোপড়া এবং অশিষ বিদ্যার্থী মতো অভিনয় কুশলী।
বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা কৃষ্ণ কুমার মেনন ওরফে কে কে মেনন কেন্দ্রীয় চরিত্রে সিবিআই পরিদর্শক হিসাবে অভিনয় করেন। গল্প তৈরী হয়েছে ব্যস্ত চিকিৎসক দম্পত্তির একমাত্র সন্তানের বেডরুমে রহস্যজনক খুনকে কেন্দ্র করে। কন্যার হাতে মদ্যপ পিতার চুল, পিতার বুকে নখের অাচঁড়ের দাগ এবং বাড়ির চাকর ও উগ্র প্রেমিকের আত্মগোপন ঘটনাটি রহস্যমন্ডিত করেছে। সরকার ও স্টোনম্যান মার্ডাসের গল্পকার মনিস গুপ্তা এ ছবিতে তার যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। বিখ্যাত রহস্য উপন্যাসিক অগাথা ক্রিষ্টির ভক্তরা এ ছবিটি দেখে নির্মল বিনোদন পবেন।

তবে সিবিআই পরিদর্শকের অাখরোট প্রীতি এবং অভিষেক দৃশ্যে নিজের উপস্থাপনা ছিল বাস্তবতা বির্বজিত যা শুধুমাত্র বাণিজ্যিক ছবিতেই দেখা যায়। ডাঃ শচিনের জামিনে মুক্তি লাভের পর জেলগেটে নাটকীয়তা কাহিনীকে কিঞ্চিৎ দ্রুতগামী করার প্রয়াসকে প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। বিনা অস্রে একজন সিবিআই পরিদর্শকের খুনী খুজতে যাওয়াটাও হাস্যকর ভাবে বাস্তবতা বির্বজিত ছিল। এধরনের ত্রুটি ছাড়া পরিশেষে ছবিটিকে সফল নির্মান এবং কাহিনীর জন্য অবশ্যই দেখা উচিত বলা যায়। সচরাচর এধরনের ছবিতে নৈতিক শিক্ষা খুঁজে না পাওয়া গেলেও এছবিতে তা ছিল। যেকোন অনৈতিক সম্পর্কের পরিনতি হয় ভয়াবহ, যা কোন নিগৃহীত নিরহ মানুষকে মানসিক ভাবে অসুস্থ করে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে।

যারা ব্যাতিক্রমধর্মী গল্প খুজেঁন, তাদেরকে ছবিটি দেখার অামন্ত্রণ রইলো।

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/suzand7/suzand7-1462641066-29e4f5a_xlarge.jpg

ট্রেলর :

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৪

ডি মুন বলেছেন: ছবিটা দেখা হয়নি।
আপনার রিভিউ পড়ে অবশ্য দেখার আগ্রহ জন্মাল।

ব্যতিক্রমী গল্পের ছবি দেখতে আনন্দ পাই।
আপনাকে ধন্যবাদ

+++

২| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.