![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে কি রাতের গভীর আঁধার?
ভূতুরে ভবনে হঠ্যাৎ আর্ত চিৎকার,
থমকে গেছে রাতের পাখিটা
হয়েছে আড়াল গাছের ঝোপড়া পাতার।
ল্যাম্প পোষ্টের আবছা আলোয়
কাছের পথটা যায় না দেখা স্পষ্ট,
ভয়ে ভয়ে তবু রয়েছে তাকিয়ে
হৃদয়ে নিয়ে হারানো পাখির কষ্ট।
শান্ত হলে ধীরে ধীরে এই পরিবেশ
বাতাসে তখন অন্য রকম আবেশ,
নগ্ন ঝিলের শ্যাওলা পানির গন্ধ
আর রাস্তা হতে আগ্নেয়াস্ত্রের ধোয়া।
মাটিতে শোয়া অন্তিম ধরণী
চোরের হাতে মহামূল্যের ক্ষনি,
বেঁচে দেবে ও অন্যের কাছে
ধ্বংস হবে আমার হৃদয় খানি।
©somewhere in net ltd.